১৩ নভেম্বর চীনের উপ-প্রধানমন্ত্রী উ ই বলেছেন, তিনি আশা করেন চীন ও যুক্তরাষ্ট্র নিজ নিজ প্রাধান্য কাজে লাগিয়ে অব্যাহতভাবে দু'পক্ষের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ এবং মান উন্নত করবে ,যাতে পারস্পরিক উপকারিতামূলক এবং অভিন্ন স্বার্থ বাস্তবায়ন করা যায় ।
পেইচিং সফররত মার্কিন বাণিজ্যমন্ত্রী কার্লোস গুটেরেজের সঙ্গে সাক্ষাত্কালে তিনি বলেছেন, আর্থ-বাণিজ্যিক সম্পর্ক হচ্ছে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ । চীন সরকার দ্বিপক্ষীয় আর্থ-বাণিজ্যিক সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়নে গুরুত্ব দেয় । সম্প্রতি দু'দেশ কৌশলগত অর্থনৈতিক সংলাপ ব্যবস্থা প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে এবং দ্বিপক্ষীয় আর্থ-বাণিজ্যিক সহযোগিতার উন্নয়নে ভাল ভিত্তি স্থাপন করেছে । তিনি আশা করেন, দু'পক্ষ নিজ নিজ প্রাধান্য কাজে লাগিয়ে দ্বিপক্ষীয় আর্থ-বাণিজ্যিক সম্পর্কের সুষ্ঠু উন্নয়ন বজায় রাখার চেষ্টা চালাবে । তিনি জোর দিয়ে বলেছেন, কৌশলগত ও দীর্ঘকালীন উন্নয়নের জন্য দ্বিপক্ষীয় আর্থ-বাণিজ্যিক সমস্যার সমাধান করা উচিত ।
গুটেরেজ বলেছেন, মার্কিন শিল্পপতিদের প্রতিনিধি দল নিয়ে চীন সফরের উদ্দেশ্য হল মার্কিন শিল্পপ্রতিষ্ঠানগুলোকে চীনকে জানতে সাহায্য করা এবং চীন সরকার ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার পদ্ধতি জোরদার করা । তিনি বলেছেন, তাঁরা চীনের সঙ্গে প্রচেষ্টা চালিয়ে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্কের উন্নয়ন ত্বরান্বিত করতে ইচ্ছুক ।
|