চীন সরকার ১৩ নভেম্বর "জাতীয় আদর্শস্বরূপ উচ্চ পেশাগত শিল্পপ্রতিষ্ঠান নির্মান পরিকল্পনা" শুরু করেছে। এই পরিকল্পনা অনুযায়ী, পরবর্তী পাঁচ বছরে চীন সরকার ১০০টি উচ্চ পেশাগত শিল্পপ্রতিষ্ঠানের শিক্ষাদানের গুণগত মান উন্নত করার জন্য কমপক্ষে ২০০ কোটি ইউয়ান রেনমিনপি বরাদ্দ করবে।
চীনের অধিকাংশ উচ্চ পেশাগত শিক্ষাপ্রতিষ্ঠানের শর্ত অপেক্ষাকৃত অনুন্নত এবং পেশাগত শিক্ষকের অভাব রয়েছে। চীন সরকার বর্তমান ১০০০টিরও বেশি উচ্চ পেশাগত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১০০টি বাছাই করে উন্নত মানের প্রশিক্ষণ কেন্দ্র বা কারখানা নির্মাণে সাহায্য করবে, প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ জোরদার করবে, দারিদ্র্য ছাত্রছাত্রীদেরকে আর্থিক সাহায্যদানের মাত্রা বাড়াবে।
চীনের উপ-শিক্ষামন্ত্রী উ ছি ডি বলেছেন, তিনি আশা করেন, এ ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠান আদর্শ ভূমিকার মাধ্যমে চীনের উচ্চ পেশাগত শিক্ষার সংস্কার ও উন্নয়ন ত্বরান্বিত করবে, যাতে আর্থ-সামাজিক উন্নয়নের জন্য আরো বেশি বাস্তব ব্যবহারিক সামর্থ্যবান ব্যক্তি প্রশিক্ষিত হয়।
|