দ্বিতীয় প্রণালীর দু'তীরের আধুনিক হান ভাষা সংক্রান্ত সেমিনার ১৩ নভেম্বর ম্যাকাও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে। চীনের মূলভূভাগ, তাইওয়ান, হংকং, ম্যাকাও, সিঙ্গাপুর ও জাপানের ৩০জনেরও বেশি বিশেষজ্ঞ ও পন্ডিত সেমিনারে অংশ নিয়েছেন।
ম্যাকাও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট স্যু আওআও উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, যদিও প্রণালীর দু'তীরের পুর্বপুরুষ ও ভাষা একই, তবুও ৫০বছরেরও বেশী সময় বিভক্ত থাকায় দু'তীরের ভাষার ব্যবহারে একটু ভিন্নতা আছে। দু'তীরের ভাষার তারতম্য নিয়ে গবেষণা করা, দু'তীরের সাংস্কৃতিক মিলন ত্বরান্বিত করার গভীর তত্পর্য আছে। এটি হল দু'তীরের আধুনিক হান ভাষা সংক্রান্ত সেমিনার আয়োজনের লক্ষ্য।
জানা গেছে, দু'দিনব্যাপী সেমিনারে পন্ডিতরা হান ভাষার সামজিক ও আঞ্চলিক তারতম্য, পরিবর্তনসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ও গবেষনা করবেন।
|