ই ইউ চীনের জুতার বিষয়ে যে ডাম্পিং বিরোধী ব্যবস্থা নিয়েছে , তাতে চীনের জুতা শিল্প প্রতিষ্ঠানগুলোতে প্রবল অসন্তোষ সৃষ্টি হয়েছে । সেজন্য চীনের বেশ কয়েকটি জুতা তৈরী শিল্প প্রতিষ্ঠান এই মামলা নিয়ে ই ইউ'র আদালতের কাছে আপিল করার উদ্যোগ নিয়েছে । চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সম্প্রতি বলেছেন , চীন সরকার তাদের আবেদনের প্রতি মর্যাদা প্রদর্শন ও সমর্থন করে ।
এই কর্মকর্তা বলেছেন , ই ইউ এই মামলা নিয়ে তদন্ত চালিয়ে যে রায় দিয়েছে , তাতে বহু দিক থেকে ই ইউ'র ডাম্পিং বিরোধী আইনবিধি লংঘন করা হয়েছে এবং শিল্প প্রতিষ্ঠানের স্বার্থ অবৈধভাবে ক্ষুন্ন করা হয়েছে । ই ইউ'র ডাম্পিং বিরোধী আইনবিধি অনুযায়ী , এই মামলার সঙ্গে জড়িত চীনের শিল্প প্রতিষ্ঠানগুলো এই মামলার চূড়ান্ত রায় দেয়ার পরবর্তী দু' মাসে ই ইউ'র আদালতের কাছে আপিল দাখিল করতে পারবে ।
জানা গেছে , এর আগে চীনের বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান বিদেশী সরকারের ডাম্পিং বিরোধী প্রস্তাবের বিরুদ্ধে আপিল দাখিল করে এবং জিতে যায় ।
|