১৩ নভেম্বর চীন-পাক অবাধ বাণিজ্যিক অঞ্চলের পঞ্চম দফা আলোচনা পেইচিংয়ে শুরু হয়েছে। দু'পক্ষ বাজারে প্রবেশ অনুমতি দেয়া ও অবাধ বাণিজ্য চুক্তির প্রস্তাবে মতৈক্য হয়েছে, বাস্তব অগ্রগতি অর্জন করেছে এবং অবাধ বাণিজ্যিক অঞ্চলের আলোচনা প্রায় শেষ করেছে।
পাকিস্তান হল চীনের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী ও সুপ্ত শক্তিতে ভরপুর একটি উন্নয়নশীল দেশ। সাম্প্রতিক কয়েক বছর, চীনও পাকিস্তানের দ্বিপক্ষীয় অর্থনীতি ও বাণিজ্য দ্রুত তার সঙ্গে উন্নত হচ্ছে। গত বছর, দ্বিপক্ষীয় বাণিজ্যিক মূল্য ৪.২ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি হয়েছে। এই সখ্যা আগের চেয়ে ৪০শতাংশ বেশি। চীন ও পাকিস্তানের মধ্যে পারষ্পরিক পুঁজি বিনিয়োগ ক্ষেত্রের সহযোগিতাও দিনে দিনে গভীর হচ্ছে।
|