এশিয়ার বৃহত্তম যাত্রী সম্পদ দেশ হিসেবে চীন "সম্পূর্ণ আত্ম সহায়ক ভ্রমণ" নামে সারা পৃথিবীতে আত্ম সহায়ক পর্যটন নির্দেশনামূলক পুস্তক প্রকাশ করবে।
প্রকাশনালয় ১৩ নভেম্বর পেইচিংয়ে ঘোষণা করেছে, পাঁচ বছরের মধ্যে মোট ১৬ সংস্করণে "সম্পূর্ণ সহায়ক পুস্তক" প্রকাশিত হবে। তাতে বিশ্বের পাঁচটি মহাদেশের ৭০টিরও বেশি দেশ আর অঞ্চলের বিখ্যাত পর্যটন স্থান, হোটেল, রেস্তোরাঁ, বিনোদনস্পট, দোকানসহ বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত হবে। এখন পশ্চিম ইউরোপ সংক্রান্ত পুস্তকের সম্পাদনা কাজ চলছে।
গত বছর বিদেশ ভ্রমণকারী চীনা ব্যক্তির সংখ্যা ছিল ৩ কোটিরও বেশি। বিশ্ব পর্যটন সংস্থার অনুমান অনুযায়ী, ২০২০ সালে চীন বিশ্বের চতুর্থ যাত্রী সম্পদ বাজারে পরিণত হবে।
|