পিপলস ডেইলী পত্রিকার খবরে প্রকাশ, প্রথম বিশ্ব ভারী তেল শিল্প সম্মেলন ১২ নভেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে। চীনের তেল ও প্রাকৃতিক গ্যাস লিমিটেড কোম্পানির ভাইস-প্রেসিডেন্ট চিয়া ছেংচাও বলেছেন, ভবিষ্যতে তেল প্রযুক্তির অগ্রগতি ও খনিজ তেলের মূল্য কমানোর পাশা পাশি, ভারী তেল সম্পদ চীনের সবচেয়ে কৌশলগত গুরুত্বপূর্ণ সম্পদ হবে।
হেভী অয়ল অর্থাত্ ভারী তেল। চীনের ভারী তেল সম্পদ তুলনামূলকভাবে বৈচিত্র্যময়। ৫০ বছরেরও বেশী সময় অনুসন্ধানের পর ৭০টিরও বেশী ভারী তেল তেলক্ষেত্র আবিষ্কার হয়েছে। এর উত্পাদন পরিমাণ সারা বিশ্বের উত্পাদন পরিমাণের ১০ শতাংশ।
১২ থেকে ১৫ নভেম্বর প্রথম বিশ্ব ভারী তেল শিল্প সম্মেলন পেইচিংয়ে অনুষ্ঠিত হয়। ক্যানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, ভেনিজুয়েলা ও চীনসহ ৪০টিরও বেশী দেশ ও অঞ্চলের ৬'শরও বেশী প্রতিনিধি এই সম্মেলনে অংশ নিয়েছেন।
|