v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-11-13 14:24:36    
৬ থেকে ১৩ নভেম্বর, ২০০৬

cri
বিশ্ব সম্প্রদায় চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের পেইচিং শীর্ষ সম্মেলনের উচ্চ মূল্যায়ণ করেছে

গত কয়েক দিনে বিশ্ব সম্প্রদায় সদ্য সমাপ্ত চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের পেইচিং শীর্ষ সম্মেলনের উচ্চ মূল্যায়ণ করেছে ।

জাতিসংঘের শিশু তহবিলের কার্যনির্বাহী চেয়ারম্যান আন্ ভেনেমান ১০ নভেম্বর বলেছেন , পেইচিং শীর্ষ সম্মেলন ব্যাপক সাফল্য অর্জন করেছে এবং আফ্রিকান দেশগুলোর শিশুদের জীবন ও বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।

জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার সহকারী মহাসচিব হো ছাং ছুই ১০ নভেম্বর বলেছেন , চীন একটি উন্নয়নশীল দেশ হিসেবে আফ্রিকাকে সাহায্য করার যে দায়িত্ব বহন করছে , তার তাত্পর্য সুগভীর ।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট এমবেকি ১০ নভেম্বর এক প্রবন্ধে এই সম্মেলনের ভূয়সী প্রশংসা করে বলেছেন যে , পেইচিং শীর্ষ সম্মেলন চীন ও আফ্রিকার যৌথ উন্নয়ন ও সমৃদ্ধি বাস্তবায়নের ক্ষেত্রে প্রথম ধাপ এগিয়েছে এবং আফ্রিকা মহাদেশের জন্য আশাপূর্ণ ভবিষ্যত্ বয়ে আনবে ।

চীন ও যুক্তরাষ্ট্রের তৃতীয় কৌশলগত সংলাপ

চীন ও যুক্তরাষ্ট্রের তৃতীয় কৌশলগত সংলাপ ৮ নভেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী ইয়াং চিয়ে শি এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী নিকোলাস বার্নস নিজ নিজ দেশের পক্ষে সংলাপে নেতৃত্ব দেন।

ইয়াং চিয়ে শি বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রের মিলিত প্রচেষ্টার মাধ্যমে এবারের সংলাপে নিশ্চিত সাফল্য অর্জিত হবে। বার্নস বলেছেন, চীন-মার্কিন সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। দ্বিপক্ষীয় সম্পর্ক ত্বরান্বিত করা ছাড়া অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়েও মত বিনিময় হতে পারে। কারণ উভয় দেশই বিশ্বের শান্তি ও নিরাপত্তার দায়িত্বশীল পক্ষ।

জানা গেছে, একই দিনে বিকেলে চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও শিং এবং উপররাষ্ট্রমন্ত্রী তায় বিং কুও আলাদা আলাদাভাবে বার্নসের সঙ্গে সাক্ষাত করার কথা।

প্যান-এশিয়া রেলপথ নির্মিত হবে

চীন ও আসিয়ান প্যান-এশিয়া রেলপথ নির্মাণ করবে, যাতে বিভিন্ন দেশের জ্ঞানের বিনিময় জোরদার করা এবং আর্থ-বাণিজ্যিক সহযোগিতা উন্নয়ন করা যায়।

প্যান-এশিয়া রেলপথ মোট ৫হাজার ৫শো কিলোমিটার লম্বা হবে। দক্ষিণ-পশ্চিম চীনের ইউননান প্রদেশের কুনমিং শহর থেকে লাওস, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়ার মধ্য দিয়ে সিঙ্গাপুর পর্যন্ত। এসব দেশ এ রেলপথের মাধ্যমে মঙ্গলিয়া ও রাশিয়ার সঙ্গে সংযুক্ত করতে পারবে।

চীন-ই ইউসম্মেলনের পাশাপাশি প্রায় ৫হাজার বৈঠক অনুষ্ঠিত

দুই দিনব্যাপী চীন-ই ইউ পুঁজি-বিনিয়োগ ও বাণিজ্যিক সহযোগিতা সম্মেলন ২০০৬, ১০ নভেম্বর চীনের সুছুয়ান প্রদেশে শেষ হয়েছে। পরিসংখ্যান থেকে জানা গেছে, সম্মেলনের পাশাপাশি দু'অঞ্চলের মধ্যে ৪হাজার ৮শোরও বেশি বৈঠক হয়েছে।

এ সম্মেলনের পাশাপাশি ইউরোপের চারশো শিল্প-প্রতিষ্ঠান এবং চীনের প্রায় ৫শো চীনা শিল্প-প্রতিষ্ঠানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়। এটি ছিল চীন ও ই ইউ'র সবচেয়ে বড়ো দ্বিপাক্ষীয় আর্থ-বাণিজ্যিক সম্মেলন সভা।

ই ইউ ফেডারেশনের ই ইউ পুঁজি-বিনিয়োগ ও বাণিজ্যিক সহযোগিতার সম্মেলন প্রতিষ্ঠার লক্ষ্য হল, সদস্য দেশগুলোর মাঝারি ও ছোট শিল্প-প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্বের অন্যন্য অঞ্চলের মাঝারি ও ছোট শিল্প-প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্য এবং পুঁজি-বিনিয়োগ ও প্রযুক্তি ক্ষেত্রের সহযোগিতা ত্বরান্বিত করা। ই ইউ ফেডারেশনের বাণিজ্য বিষয়ক কমিশনার পিটার মানডেলসন বর্ণনা করেছেন যে, মাঝারি ও ছোট শিল্প-প্রতিষ্ঠান হল চীন-ই ইউ বাণিজ্যের কেন্দ্রীয় শক্তি। বর্তমানে ৫হাজারেরও বেশি ই ইউ'র মাঝারি ও ছোট শিল্প-প্রতিষ্ঠান চীনে বাণিজ্য ও পুঁজি-বিনিয়োগের পরিকল্পনা করছে।

এবারের সম্মেলনের পর, চীনে ই ইউ'র দূতাবাসগুলো ছেংতু শহরে চীন-ই ইউ পরিকল্পনা কেন্দ্র প্রতিষ্ঠা করেছে। এ কেন্দ্র চীন ও ই ইউ'র শিল্প-প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য পরিসেবা করবে।

প্রথম দশ মাসে তিব্বতেআসা পর্যটকের সংখ্যা ২ মিলিয়ন ছাড়িয়েছে

চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের পর্যটন ব্যুরোর ৯ নভেম্বরের খবরে প্রকাশ, চলতি বছরের প্রথম দশ মাসে তিব্বতে আসা পর্যটকের সংখ্যা ২ বিলিয়ন ছাড়িয়েছে, পর্যটন আয় ২.৪ বিলিয়ন ইউয়ান হয়েছে।

জানা গেছে, চলতি বছরের প্রথম দশ মাসে তিব্বতে আসা পর্যটকের সংখ্যা গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ৩০ শতাংশ বেশি। এর মধ্যে বিদেশী পর্যটকের সংখ্যা প্রায় ১.৫ লক্ষ। নভেম্বর মাসের শেষ দিকে তিব্বতের পর্যটন আয় ২.৫ বিলিয়ন ইউয়ানে পৌঁছার কথা।

পারভেজ মুশাররফ: সন্ত্রাসবাদের দমনে কঠোর ব্যবস্থা নেবেন

পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ৮ নভেম্বর বলেছেন, পাকিস্তান যথাসম্ভব সন্ত্রাসবাদ ও চরমপন্থীদের দমনে কঠোর ব্যবস্থা নেবে।

তিনি বলেছেন, সন্ত্রাসবাদ ও চরমপন্থীবাদ পাকিস্তানের নিরাপত্তার ওপর হুমকি স্বরুপ। তিনি পাকিস্তানের বিভিন্ন মহলেকে সন্ত্রাসবাদ ও চরমপন্থীবাদ দূর করার লক্ষ্যে সরকারকে সাহায্য করায় আহ্বান জানিয়েছেন।

পারভেজ মুশাররফ ৮ নভেম্বর ভোরে সংঘটিত আত্মঘাতী হামলার নিন্দা করেছেন। তিনি বলেছেন, এটি হল পাকিস্তানের বাহিনী বাজাউর ধর্মী স্কুলের প্রতি হামলার একটি প্রতিহিংসা। তিনি অংশ্লিষ্ট সংস্থাকে এ ঘটনার ব্যাপারে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

৮ নভেম্বর স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় একজন আত্মঘাতি হামলাকারী উত্তর-পশ্চিম পাকিস্তানের দার্গাই শহরের একটি বাহিনীর ঘাঁটির ওপর এই আঘাত করে। এতে কমপক্ষে ৪২জন সৈন্য নিহত এবং ২০জন আহাত হয়েছে।

পাকিস্তান , আফগানিস্তান ও ন্যাটোর মধ্যে যুক্ত সামরিক গোয়েন্দা কেন্দ্র গড়ে উঠবে

১২ নভেম্বর পাকিস্তানের সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ , পাকিস্তান , আফগানিস্তান ও ন্যাটো ১১ নভেম্বর এক মত হয়েছে যে , সন্ত্রাসী তত্পরতার উপর আঘাত হানার জন্য কাবুলে একটি যুক্ত সামরিক গোয়েন্দা কেন্দ্র গড়ে তোলা হবে ।

  তিন পক্ষ কাবুলে অনুষ্ঠিত একটি উচ্চ পর্যায়ের সামরিক অধিবেশনে এ সিদ্ধান্ত নিয়েছে । আফগানিস্তানে মোতায়েন ন্যাটোর সর্বাধিনায়ক ডেভিড রিচার্ডজ্ এবং আফগানিস্তান ও পাকিস্তানের উচ্চ পদস্থ সেনানায়করা এই অধিবেশনে অংশ নিয়েছেন । অধিবেশনে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে , গোয়েন্দা কেন্দ্র তিন পক্ষের সামরিক ব্যক্তিদের দ্বারা গঠিত হবে । এর উদ্দেশ্য তিন পক্ষের মধ্যে সামরিক তথ্য যথাশীঘ্র বিনিময় ও ভাগাভাগি করা ।

  তাছাড়া অধিবেশনে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়েছে ।

নেপালের যোদ্ধাদের অস্ত্র সমর্পন জাতিসংঘের তত্ত্বাবধায়ত করবে

নেপালের জাতীয় সংবাদমাধ্যমের এক খবরে জানা গেছে, ১১ নভেম্বর থেকে নেপালের সরকার বিরোধী সশস্ত্র যোদ্ধাদের অস্ত্র সমর্পন জাতিসংঘ তত্ত্বাবধান করবে ।

১০ নভেম্বর জাতিসংঘ, নেপাল সরকার এবং বিরোধী দলের প্রতিনিধি নিয়ে গঠিত গ্রুপের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে ।

সাত দলীয় জোট সরকার এবং সরকার বিরোধী দলের মধ্যে ৮ নভেম্বর স্বাক্ষরিত শান্তি চুক্তি অনুযায়ী সরকার ও বিরোধী দলের প্রতিনিধিসহ নেপালের অস্থায়ী সরকার পয়লা ডিসেম্বর প্রতিষ্ঠিত হবে । শ্বসতাসীন সাত দলীয় জোট এবং বিরোধী দল ১৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে শান্তি চুক্তি স্বাক্ষর করবে ।

ভারতীয় বৈজ্ঞানিকরা মানুষবাহী মহাশুন্য প্রকল্প সমর্থন করেন

ভারতের মহাশুন্য গবেষণা সংস্থার সাম্প্রতিক এক সভায় ভারতের প্রায় ৮০জন শীর্ষ বৈজ্ঞানিকরা সর্বসম্মতিক্রমে ২০১৪ সালে নভোচারীদেরকে মহাশুন্যে পাঠাবার প্রস্তাবে ভোট দিয়েছেন । যার ফলে ২০২০ সালে ভারতীয়দের চাঁদে আরোহনের স্বপ্ন বাস্তবায়িত হবে ।

বর্তমান পরিকল্পনা অনুযায়ী ভারত ২০০৭ সালে চালকবিহীন মহাশুন্য যান উত্ক্ষেপন করবে ও ফিরিয়ে আনবে এবং ২০০৮ সালে চাঁদে চালকবিহীন মহাশুন্যযান পাঠাবে ।

এক প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী ভারতের প্রথমমানুষবাহী খেয়াযান নিক্ষেপে ২২০ কোটি মার্কিন ডলার ব্রয় হবে।

ভারতের ব্যাপক মহাশুন্য পরিকল্পনা অনুযায়ী ১৬টি কৃত্রিম উপগ্রহ পৃথিবী জুড়ে ঘুরছে । ভারতের মহাশুন্য গবেষণা সংস্থার২০০৫-২০০৬ আর্থিক বর্ষের বাজেট ৭০ কোটি মার্কিন ডলার । সংস্থাটির ২০ হাজার সদস্য রয়েছে ।

পানামা নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ

৭ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৬১ তম অধিবেশনে পানামা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ হিসেবে নির্বাচিত হয়েছে।

নির্বাচনে পানামা ১৬৪টি ভোট পেয়েছে। নির্বাচনের জন্য মাত্র ১২০টি ভোটের প্রয়োজন ছিল। পানামা ২০০৭ ও ২০০৮ সালে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ হিসেবে দায়িত্ব পালন করবে।

মার্কিন ডেমোক্র্যাটিক পার্টি সিনেট ও প্রতিনিধি পরিষদকে নিজের নিয়ন্ত্রণে এনেছে

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অংগরাজ্যের রিপাবলিকান সিনেটরের পদপ্রার্থী জর্জ অ্যালেন গত বৃহষ্পতিবার স্বীকার করেছেন , মধ্যবর্তী নির্বাচনে তিনি ডেমোক্র্যাট পদপ্রার্থী জ্যামস ওয়েবের কাছে হেরে গেছেন । ।এর ফলে ডেমোক্র্যাটিক পার্টি সিনেটে তার সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে ।

একইদিন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ বলেছেন , সন্ত্রাসীদের পরাজিত করা এবং ইরাকের গণতান্ত্রিক সরকারের সাফল্য নিশ্চিত করার জন্যে সহায়ক মতামত ও প্রস্তাবকে তিনি স্বাগত জানাবেন ।

ইইউ'র পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উর্ধতন প্রতিনিধি জ্যাভিয়ের সোলানা বলেছেন , মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটিক পার্টির নিয়ন্ত্রণ লাভ হচ্ছে ইরাকের পরিস্থিতির প্রতি মার্কিন নাগরিকদের অসন্তোষের অনিবার্য্য প্রতিক্রিয়া ।

ইরান আলোচনার মাধ্যমে পরমাণু সমস্যা সমাধান করতে ইচ্ছুক

মস্কো সফররত ইরানের পরমাণু সমস্যা আলোচনার প্রধান প্রতিনিধি আলি লারিজানি ১০ নভেম্বর বলেছেন, ইরান আলোচনার মাধ্যমে পরমাণু সমস্যা সমাধান করতে ইচ্ছুক এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে তার পরমাণু ব্যবস্থা তদন্ত করার অনুমতি দিয়েছে।

তিনি বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানীর উত্থাপিত প্রস্তাব ইরানের পরমাণু সমস্যার সমাধানে সহায়তা করবে না। আলোচনা হল এ সমস্যা সমাধানের শ্রষ্ঠ উপায়। তিনি বলেছেন, ইরান পরমাণু অস্ত্র গবেষণা ও তৈরী করবে না। কিন্তু কিছু কিছু দেশ আশা করে নিরাপত্তা পরিষদে ইরানের শাস্তি দেবে এতে এতে বর্তমান পরিস্থিতি আরো জটিল হবে। তিনি বলেছেন, যদি জাতিসংঘ ইরানকে শাস্তি দেয়, তাহলে ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতার নীতি পূণঃবিবেচনা করবে।

এদিন, ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ তেহরানে বলেছেন, জাতিসংঘের শাস্তি ও পাশ্চাত্য দেশগুলোর বাধার মুখে ইরান নিজস্ব পরমাণু পরিকল্পনা উন্নয়ন করবে।