হামাস ও ফাতাহ যৌথ সরকার প্রতিষ্ঠা সংক্রান্ত মৌলিক চুক্তিতে পৌঁছার পর, গঠিত নতুন যৌথ কমিটি ১২ নভেম্বর গাজায় প্রথমবারের মত অনুষ্ঠিত এক অধিবেশনে নতুন সরকারের কাঠামো নিয়ে আলোচনা করেছে।
এ দিন হামাসের মুখপাত্র ইসমাইল রাদওয়ান রামাল্লায় বলেছেন, হামাস একজন হামাসপন্থী বিশেষজ্ঞকে প্রধানমন্ত্রী হিসেবে প্রার্থী মনোনীত করেছে। ফিলিস্তিন জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান মাহমুদ আব্বাস তাঁকে সমর্থন করেছেন।
আরবের 'ইসলামি' ওয়েব-সাইটের খবরে প্রকাশ, হামাসের মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থী ছিলেন গাজার ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল মোহাম্মেদ শাবির।
কিন্তু আব্বাস ও ফাতাহ এখনও খবরটি সত্যতা স্বীকার করেননি।
এ দিন ফাতাহ বিপ্লবী কমিটি ফাতাহর পুনর্গঠন সংক্রান্ত এক সম্মেলনের আয়োজন করে এবং আব্বাসকে ফাতাহ'র নেতা নিযুক্ত করেছে।
|