v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-11-13 13:54:43    
পেইচিং অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবকের সংগ্রহন কাজ চালাচ্ছে

cri
    পেইচিং ২০০৮ সাল অলিম্পিক গেমস ও প্রতিবন্দী অলিম্পিক গেমসের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্বেচ্ছাসেবকের সংগ্রহণ কাজ গত আগষ্ট মাসে শুরু হচ্ছে। চীনা নাগরিকরা সংগ্রহণ কাজ সমর্থন করেন। সবাই স্বদেশে বিশ্বের বিভিন্ন স্থানের বন্ধুদের জন্য পরিসেবা করতে ইচ্ছুক। বর্তমানে সংগ্রহণ অভিযানে ২.২ লাখজন মানুষ অংশ নিয়েছেন।

    পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির পরিকল্পনা অনুযায়ী, পেইচিং ২০০৮ সাল অলিম্পিক গেমস ও প্রতিবন্দী অলিম্পিক গেমসের জন্য প্রায় এক লাখজন স্বচ্ছাসেবক সংগ্রহন করা হবে। সংগ্রহন কাজ গত আগষ্ট থেকে শুরু হচ্ছে। পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি প্রথমে পেইচিংয়ে সংগ্রহণ করে। দুই মাসে আবেদনকারীর সংখ্যা ২.২ লাখ ছাড়িয়ে গিয়েছে। তাছাড়াও, ৬লাখজন লোক টেলিফোন ও ওয়েবসাইটের মাধ্যমে অলিম্পিক গেমস ও প্রতিবন্দী অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবক আবেদনের শর্ত জেরা করেছেন।

    আবেদনকারীর মধ্যে প্রধানত হলেন পেইচিংয়ের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। বর্তমানে ১.৬ লাখজন ছাত্রছাত্রী আবেদন করেছেন। পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির পরিকল্পনা অনুযায়ী প্রধনত পেইচিংয়ের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে স্বেচ্ছাসেবক সংগ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিদেশী ভাষা বলতে পারেন এবং তাঁদের আদান-প্রদানের প্রযুক্তি আছে। তাছাড়া, তাঁদের অংশ নেয়ার উত্সাহ আছে। হংকংয়ের উ লুওছি বর্তমানে পেইচিং বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন, তিনি বলেছেন, তাঁর স্বপ্ন হল ২০০৮ সালে স্বদেশে বিশ্বের বিভিন্ন স্থানের বন্ধুদেরকে সাহায্য দেবেন। তিনি বলেছেন, 'আমি মনে করি এবারের সুযোগ খুবই কম। প্রতি চার বছরেও এক বার। চীনে প্রথমে অলিম্পিক গেমস অনুষ্ঠান করে। সেজন্য আমি অংশ নিতে ইচ্ছুক।'

    বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ছাড়াও ৬০হাজারেরও বেশি সাধারন নাগরিক আবেদন করেছেন। এ সংখ্যা থেকে জানা গেছে পেইচিং নাগরিকরা অলিম্পিক গেমসকে কত সমর্থন করেন। সংগ্রহণ কাজ ২৮ আগষ্ট শুরু হয়। এদিন মাদাম মেং সিয়াওইয়ান প্রথম স্বেচ্ছাসেবক নির্ধারিত হন। তিনি বলেছেন, '২০০১ সালে চীন পেইচিং অলিম্পিক গেমস আয়োজন সাফল্যজনকভাবে আবেদন করা থেকেও আমি আশা করি সুযোগ ধরে পেইচিং অলিম্পিক গেমসের জন্য অবদান করবো। অলিম্পিক গেমস ও প্রতিবন্দী অলিম্পিক গেমসের জন্য পরিসেবায় করা হল একটি খুবই ভাল পদ্ধতি। সেজন্য আমি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করেছি।'

    তিনি মনে করেন, তিনি অলিম্পিক গেমসের সময়ে কিছু অনুবাদ কাজ করতে পারবেন। 'সমতা অংশ নেয়ার' ধারণা শুধু যে স্বাস্থ্যিক মানুষকে না, তা নয় প্রতিবন্দী মানুষকে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে অলিম্পিক গেমসে অংশ নেয়া এবং নিজ্বস মূল্য বাস্তবায়ন করার উত্সাহিত করা হয়। পেইচিং ২০০৮ সাল অলিম্পিক গেমস ও প্রতিবন্দী অলিম্পিক গেমস পেইচিংয়ের প্রতিবন্দীদের জন্য সুযোগ সরবরাহ করে। তাঁদের মধ্যে বহু মানুষও স্বেচ্ছাসেবকের সংগ্রহণ কাজে অংশ নিয়েছেন। একজন প্রতিবন্দী মাদাম লিয়াং বলেছেন, তিনি ও অন্যান্য প্রতিবন্দী বন্ধুরা অলিম্পিক গেমসের জন্য পরিসেবা করতে ইচ্ছুক। বর্তমানে তাঁরা বোবার ভাষা শিক্ষছেন, আশা করেন ২০০৮ সালে প্রতিবন্দী অলিম্পিক গেমসে বোবা খেলোয়াড়দের জন্য পরিসেবা করতে পারবেন। 'সাধানত অন্য মানুষ আমাদের জন্য পরিসেবা করেন, কিন্তু প্রতিবন্দী অলিম্পিক গেমসে আমরা যথাসম্ভব অন্যান্য প্রতিবন্দীদের জন্য পরিসেবা করতে ইচ্ছুক।

    অলিম্পিক গেমসের একজন স্বেচ্ছাসেবক পরিণত হওয়ার শুধু যে সাধারন জনগণের মার্যাদা, তা নয় কোনো বিখ্যাত্ ব্যক্তিদের আন্তরিক আশা। চীনের একজন সবচেয়ে বিখ্যাত্ নায়ক হিসেবে, ফু ছেনসি বরাবরি এইডস প্রতিরোধসহ হিতব্রতী ব্রতে অংশ নেন। তিনি অলিম্পিক গেমস ও প্রতিবন্দী অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবক পরিসেবার বিশেষ দূত হন। তিনি মনে করেন, প্রতি চীনা নাগরিকদের উচিত স্বেচ্ছাসেবক পরিসেবার মোনোভাব অর্জন করা। তিনি বলেছেন, 'এখান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সাধারণ নাগরিকদের মত অংশ নেয়া। আসলে সকল নাগরিকের এ ধরণের ইচ্ছা আছে। আমি প্রতিবন্দী অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবক পরিসেবার কাজে অংশ নিতে ইচ্ছুক। কারণ আসলে আমিও চীনের প্রতিবন্দী কল্যান তহবিল ফেডারেশনের একজন সদস্য।

    আবেদনকারীর সংখ্যা ২.২ লাখ থেকে জানা গেছে, নাগরিকরা পেইচিং অলিম্পিক গেমসের ওপর মনোযোগ দেন। কিন্তু এ সংখ্যা শুধু দুই মাসে পেইচিংয়ের আবেদনকারীর সংখ্যা। পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি বলেছে, অলিম্পিক গেমস ও প্রতিবন্দী অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবক সংগ্রহণ কাজ পেইচিংছাড়া ২০০৭ সালের প্রথম ছয় মাসে অন্যান্য অঞ্চলেও চালাবে। তারপর, বিদেশেও চালাবে। তাছাড়াও, আগামী পর্যায়ে পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি প্রধানত বিশেষ প্রযুক্তি, পেশাগত জ্ঞান ও শর্ত অধিকারী স্বেচ্ছাসেবক সংগ্রহণ করবে।

    পেইচিং অলিম্পিক গেমস ও প্রতিবন্দী অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবক পরিসেবা বিষয়ক একজন দায়িত্ববান ব্যক্তি ওয়াং ইয়ে মনে করেন, স্বাচ্ছেসেবকের সংগ্রহণ কাজের শুরু থেকে প্রায় দুই বছরের সময় চীনে অলিম্পিক গেমসের জ্ঞান প্রচারিত হবে। এটা হল অলিম্পিক গেমস চীনে অব্যাহতভাবে চানানো ও গ্রহণ করানোর একটি প্রক্রিয়া। তিনি বলেছেন, 'সেজন্য আমরা অনেক আগে স্বেচ্ছাসেবক সংগ্রহণের কাজ শুরু করেছি, যাতে চীনে আরো ব্যাপকভাবে অলিম্পিক সংস্কৃতি ও স্বেচ্ছাসেবক পরিসেবার মনোভাব প্রচার করা যায়।'

    অলিম্পিক গেমসের অনুষ্ঠানের মাধ্যমে স্বেচ্ছাসেবক পরিসেবার মনোভাব প্রচার করা হল পেইচিংয়ে ২০০৮ সাল অলিম্পিক গেমস অনুষ্ঠানের একটি লক্ষ্য।