১১ নভেম্বর 'পেইচিংয়ে থাকা বিদেশীদের নির্দেশনামূলক পূস্তক' প্রকাশিত হয়েছে । প্রকাশনা অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগ নির্দেশনামূলক পূস্তক উপহার হিসেবে চীনে নিযুক্ত বিদেশী দূতাবাস, বাণিজ্য সংস্থা, বৈদেশিক বিশেষজ্ঞ এবং বিদেশী ছাত্র প্রতিনিধিদের দিয়েছে ।
জানা গেছে, ১৬০ পৃষ্ঠার এই বইয়ে চীনা ও ইংরেজী ভাষা আছে । বইয়ে চীনে আসা যাওয়া, বসবাস , কর্মসংস্থান, পর্যটন, খাওয়া আর সাধারণ জীবনের তথ্যসহ বিভিন্ন ক্ষেত্রের সর্বশেষ নীতি ও পরিসেবা তথ্য অন্তর্ভুক্ত রয়েছে । বইটি বিদেশী বন্ধুদের আরো দ্রুত ও ভালভাবে পেইচিং জানার জন্য সহায়ক এবং তাদের চমত্কার পরিসেবা দেবে ।
|