১২ নভেম্বর দক্ষিণ কোরিয়ার শিল্প সম্পদমন্ত্রণালয় বলেছে, ২০০৭ সালের জানুয়ারী থেকে সরকার জীবানুবাহী অস্ত্রের গবেষণা নিষিদ্ধ করবে ।
বিবৃতিতে বলা হয়েছে, এ সিদ্ধান্ত চলতি বছরের এপ্রিল মাসে সংশোধন হওয়া সংশ্লিষ্ট আইন অনুযায়ী নির্ধারণ করা হয়েছে । সংশোধিত আইনে জীবানুবাহী অস্ত্রের গবেষণা, নির্মাণ ও অধিকার নিষিদ্ধ করা হবে এবং এর বাণিজ্য ও পরিবহনে ও বাধা দেয়া হবে । বিবৃতিতে আরো বলা হয়েছে, জীবানুবাহী পণ্যদ্রব্য শান্তিপূর্ণভাবে ব্যবহৃত হবে , যেমন হাসপাতালের চিকিত্সা । জীবানুবাহী পণ্যদ্রব্য ব্যবহার করলে সংশ্লিষ্ট বিভাগের কাছে রিপোর্ট দিতে হবে । জীবানুবাহী পণ্যদ্রব্যের অধিকারীদের ২০০৭ সালের জানুয়ারী মাস থেকে সংশ্লিষ্ট বিভাগকে জানাতে হবে ।
১৯৭৮ সালে দক্ষিণ কোরিয়া 'জীবানুবাহী অস্ত্রের নিষিদ্ধ চুক্তিতে' অন্তর্ভুক্ত হয়েছে । এই চুক্তি ১৯৭৫ সালের ২৬ মার্চ কার্যকর হয়। এটি হল ব্যাপক ধ্বংস সক্ষম অস্ত্রের নিষিদ্ধ করা প্রথম আন্তর্জাতিক চুক্তি ।
|