৯ নভেম্বর পদপ্রার্থী মার্গারেট ছান বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন মহাপরিচালকের পদে নির্বাচিত হয়েছেন। এজন্য, চীন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভিন্ন সদস্য দেশগুলোর সমর্থন ও আস্থার জন্য ধন্যবাদ এবং মার্গারেট ছানকে অভিনন্দন জানিয়েছে।
নিযুক্তির জন্য তিনি মোট ১৫০টি ভোট লাভ করেছেন। ফলে পদে নিযুক্ত হওয়ার প্রয়োজনীয় ভোট সংখ্যার তিন ভাগের দুই ভাগেরও বেশি ভোট তিনি পেয়েছেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইউ বলেছেন, এবারই প্রথম চীন জাতিসংঘের বিশেষ সংস্থার সর্বোচ্চ পদের জন্য প্রতিযোগিতার অংশ নেয় এবং সাফল্য অর্জন করে। চীন সরকার মাদাম মার্গারেটের এবারের নির্বাচনের ওপর গুরুত্ব দিয়েছে এবং সমর্থন করেছে। হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারও সাহায্য দিয়েছে। চীন বিশ্বাস করে তিনি ভালভাবে তাঁর প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন, বিভিন্ন সদস্য দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করবেন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার 'সবার জন্য স্বাস্থ্য' লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করবেন।
চীনের স্বাস্থ্য মন্ত্রী কাও ছিয়াং এদিন জেনিভায় বলেছেন, চীন সরকার বিশ্বাস করে, মার্গারেট ছান 'জাতিসংঘ সনদ' ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার চুক্তির ভিত্তিতে ন্যায্য, বাস্তব ও আন্তরিকভাবে নিজস্ব দায়িত্ব পালন করবেন এবং মানবজাতির স্বাস্থ্য, বিশ্বের গণ মানুবের জীবন যাত্রার মান উন্নয়ন ও সম্প্রীতিময় বিশ্ব প্রতিষ্ঠার জন্য নিজের অবদান রাখবেন। চীন সরকার তাঁকে সমর্থন করবে।
চীনের স্বাস্থ্য সংস্থা ও হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার ও মার্গারেটকে অভিনন্দন জানিয়েছে।
|