v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-11-10 18:35:49    
চীনের দক্ষিণাঞ্চলের বার্ড ফ্লু ভাইরাস পরিবর্তিত হয় নি

cri
    ১০ নভেম্বর চীনের কৃষি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ও বার্ড ফ্লু প্রতিরোধ বিশেষজ্ঞরাপেইচিংয়ে একটি প্রেস ব্রিফিংয়ে বলেছেন , চীনের দক্ষিণাঞ্চলে বার্ড ফ্লু ভাইরাসের পরিবর্তিত রূপ সৃষ্টি হয় নি। দক্ষিণ চীনে বার্ড ফ্লু ভাইরাসের পরিবর্তিত রূপ দেখা দিয়েছে বলে বিদেশের পত্রপত্রিকায় যে খবর প্রকাশিত হয়েছে , তার কোনো ভিত্তি নেই । তারা বলেছেন , বর্তমানে বার্ড ফ্লু প্রতিরোধের জন্য চীন সরকার কার্যকর ব্যবস্থা নিয়েছে । এ ক্ষেত্রে বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে চীন সহযোগিতা জোরদার করেছে ।

    সম্প্রতি যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান একাডেমীর একটি পত্রিকায় বলা হয়েছে , দক্ষিণ চীনে বার্ড ফ্লুর ভাইরাস এইচ ৫এন এক-এর পরিবর্তিত রূপ--ফুচিয়ান ভাইরাস দেখা দিয়েছে , এই ভাইরাস ইতোমধ্যে লাওস , মালয়সিয়া ও থাইল্যান্ডের হাঁস মুর্গীর মধ্যে ছড়িয়েছে । এই ভাইরাস ছড়িয়ে যাওয়ার ফলে দক্ষিণ-পূর্ব এশিয়া তথা গোটা ইউরোপ ও এশিয়ায় তৃতীয়বারের মতো ব্যাপকাকারে বার্ড ফ্লুর প্রকোপ দেখা দেবে ।

    চীনের কৃষি মন্ত্রণালয়ের পশু চিকিত্সা বিভাগের প্রধান চিয়া ইউ লি প্রেস ব্রিফিংয়ে বলেছেন , আসলে তথাকথিত ফুচিন ভাইরাস নামে বার্ড ফ্লুর কোনো নতুন ভাইরাস নেই । যুক্তরাষ্ট্রের এই প্রবন্ধে চীনে বার্ড ফ্লুর প্রকোপ দেখানো হয়েছে এবং পৃথিবীতে তৃতীয় বারের মতো ব্যাপকভাবে বার্ড ফ্লুর প্রকোপ দেখা দেবে বলে যে প্রচার করা হয়েছে , তার কোনো যুক্তি নেই । চিয়া ইউ লিন আরো বলেছেন , চীনের সংশ্লিষ্ট বিভাগ গবেষণা করে জানতে পেরেছে যে ২০০৪ সালের ফেব্রুয়ারী মাসে দক্ষিণ চীনের হু নান প্রদেশের দুটি জেলায় এই ভাইরাস দেখা দিয়েছে , তাই এই ভাইরাস নতুন কোনো পরিবর্তিত ভাইরাস নয় ।

    যুক্তরাষ্ট্রের প্রবন্ধে আরো বলা হয়েছে , চীনের ব্যবহার করা বার্ড ফ্লু প্রতিরোধ টীকা দক্ষিণ চীনের এই বার্ড ফ্লু ভাইরাস প্রতিরোধ করতে পারে না । চীনের জাতীয় বার্ড ফ্লু ভাইরাস গবেষণা কেন্দ্রের প্রধান ছেন হুয়া লান বলেছেন , চীনের জাতীয় বার্ড ফ্লু ভাইরাস গবেষণা কেন্দ্রের উপাত্ত থেকে জানা গেছে , চীনের ব্যবহৃত বার্ড ফ্লু টীকা দক্ষিণ চীনের হাঁসমুর্গীকে ভালোভাবে রক্ষা করতে পারে।

    জানা গেছে , এ বছর চীনে মোট ১০টি বার্ড ফ্লুর প্রকোপ দেখা দিয়েছে । মোট ১৩জন মানুষের শরীরে বার্ড ফ্লুর ভাইরাসের সংক্রমন হয়েছে । চীনের কৃষি মন্ত্রণালয়ের পশু চিকিত্সা বিভাগের প্রধান চিয়া ইউ লিন বলেছেন , বর্তমানে চীনের ৯৫ শতাংশ হাঁসমুর্গীর গায়ে টীকা দেয়া হয়েছে এবং বার্ড ফ্লুর প্রকোপ নিবন্ধন ও তত্ত্বাবধান ব্যবস্থা নেয়া হয়েছে । এ সব ব্যবস্থা কার্যকরভাবে চীনের বার্ড ফ্লু প্রকোপ নিয়ন্ত্রন করেছে ।

    বার্ড ফ্লু প্রতিরোধ ক্ষেত্রে অন্যান্য দেশের সঙ্গে চীনের বিনিময় ও সহযোগিতা সম্বন্ধে চিয়া ইউ লিন বলেছেন , বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুসারে চীনের প্রতিটি বার্ড ফ্লু প্রকোপ দেখা দেয়ার সঙ্গে সঙ্গে চীন বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থা, জাতি সংঘ খাদ্য ও কৃষি সংগঠন , বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং হংকং , ম্যাকাও ও তাইওয়ানের সংশ্লিষ্ট সংস্থাকে রির্পোট দিয়েছে ।

    বার্ড ফ্লু ভাইরাসের স্ট্রেন জমা দেয়া ক্ষেত্রে চীন চেষ্টার কোনো ত্রুটি করে নি । চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বার্ড ফ্লু ভাইরাসের ৬টি স্ট্রেন সরবরাহ করেছে । চীনের কৃষি মন্ত্রণালয় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ২৫টি স্ট্রেন দিয়েছে । তবে বিদেশের বৈজ্ঞানিক সংস্থা চীনের স্ট্রেন অযৌক্তিকভাবে ব্যবহার করে চীনের বিজ্ঞান বিভাগের স্বত্বাধিকার লংঘন করেছে । চীনের কৃষি মন্ত্রণালয় অব্যাহতভাবে জাতি সংঘ খাদ্য ও কৃষি সংস্থা ও বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংগঠনের সঙ্গে সহযোগিতা করবে । চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে কিছু ভুলবুঝাবুঝি থাকলেও দু' পক্ষের সম্পর্ক ভালো । পরবর্তীকালে দু পক্ষের সহযোগিতা আরো বাড়বে ।