চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের আইন বিষয়ক বিভাগের উপপরিচালক কো চিংই ১০ নভেম্বর বলেছেন , বৈদেশিক পূঁজির চীনের শিল্পপ্রতিষ্ঠান কেনা সম্পর্কে নিয়মবিধি প্রণয়ন করার অর্থ এই দাঁড়াবে না যে , বৈদেশিক অর্থবিনিয়োগ আমদানীকে সীমাবদ্ধ করবে বরং অব্যাহতভাবে বৈদেশিক পূঁজি ব্যবহারের পদ্ধতি সম্প্রসারিত করা হবে ।
পূর্ব চীনের ওয়েন চৌ শহরে অনুষ্ঠিত" ২০০৬ সালে বেসরকারী শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্বের ৫০০ সেরা শিল্পপ্রতিষ্ঠানের সংলাপ ফোরামে" কো চিংই এ কথা বলেছেন ।
এ বছরের আগষ্ট মাসে চীনের বাণিজ্য মন্ত্রণালয় সহ ৬টি মন্ত্রণালয়" বিদেশী অর্থবিনিয়োগকারীদের চীনের অভ্যন্তরীণশিল্পপ্রতিষ্ঠানকেনা" সম্পর্কিত যে নীতিমালা প্রণয়ন করেছে তা দেশ-বিদেশে ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছে । মিঃ কো বলেছেন , এই নিয়ম প্রণয়নকরে চীন বৈদেশিক অর্থবিনিয়োগ আমদানি করার দ্বার বন্ধ করবে বলে কোনো কোনো মাধ্যম সন্দেহ করে । কিন্তু চীনের এই নীতিমালা প্রণয়ন করার উদ্দেশ্য হল সংস্কার ও উন্মুক্ততার নীতিতে অটল থাকা, অবিচলিতভাবে বৈদেশিক পূঁজি ব্যবহার করা , অব্যাহতভাবে বৈদেশিক পূঁজি ব্যবহারের পদ্ধতি সম্প্রসারিত করা এবং বিদেশী অর্থবিনিয়োগকারীদের অভ্যন্তরীণ শিল্পপ্রতিষ্ঠানকেনার ব্যাপারে অনুমোদন দেয়া ।
|