চীনের কৃষি মন্ত্রণালয়ের পশু চিকিত্সা ব্যুরোর মহাপরিচালক চিয়া ইউলিং ১০ নভেম্বর পেইচিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন , চীন সরকার বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বার্ডফ্লু প্রতিরোধের ব্যাপারে ঘনিস্ঠভাবে সহযোগিতা করতে চায় ।
তিনি বলেছেন , বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থা ও আই-ইর অনুরোধক্রমে চীনে যখন বার্ডফ্লু রোগ সনাক্ত হয় তখন কোন প্রকার দেরী না করে ও আই-ই, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং চীনের হংকং, ম্যাকাও ও তাইওয়ানকে রিপোর্টের মাধ্যমে তা জানানো হয়েছে ।
বার্ডফ্লুভাইরাসের ব্যাপারে চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়পরপর বিশ্বস্বাস্থ্য সংস্থার কাছে ৬টি ভাইরাস প্রদান করেছে । চীনের কৃষি মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ২৫টি ভাইরাস দান করেছে ।
চিয়া ইউলিং বলেছেন , চীনের কৃষি মন্ত্রণালয় অব্যাহতভাবে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা এফ এ ও এবং ও আই ই সংস্থার সঙ্গে সহযোগিতা জোরদার করতে থাকবে এবং সক্রিয়ভাবে চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সহযোগিতা জোরদার করবে ।
|