১০ নভেম্বর চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও পেইচিংয়ে চীনের পরিবেশ ও উন্নয়ন সংক্রান্ত আন্তর্জাতিক সহযোগিতা কমিটি অব্যাহতভাবে চীনের টেকসই উন্নয়নের জন্য অবদান রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
তৃতীয় চীনের পরিবেশ ও উন্নয়ন সংক্রান্ত আন্তর্জাতিক সহযোগিতা কমিটির পঞ্চম অধিবেশনে অংশ নেয়া বিদেশী প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত্কালে তিনি এ কথা বলেছেন।
চীনের পরিবেশ ও উন্নয়ন সংক্রান্ত আন্তর্জাতিক সহযোগিতা কমিটির বিদেশী উপ-কার্যনির্বাহী চেয়ারম্যান, ক্যানাডা আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের পরিচালক গ্রীনহিল অধিবেশন চলাকালে ওয়েন চিয়াপাওয়ের কাছে চীন সরকারকেদের নীতি ও প্রস্তাবের কথা জানিয়েছেন। ওয়েন চিয়াপাও এর জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, চীনের পরিবেশ ও উন্নয়ন সংক্রান্ত আন্তর্জাতিক সহযোগিতা কমিটি পরিবেশ ও উন্নয়ন ক্ষেত্রে ইতিবাচক ভুমিকা পালন করছে। তিনি বিদেশী প্রতিনিধিদের চীনের পরিবেশ সংরক্ষণ নীতি ব্যাখ্যা করেছেন এবং বিশ্ব পরিবেশ সংরক্ষণ সহযোগিতাসহ বিভিন্ন সমস্যা নিয়ে প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেছেন।
|