পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল শওকাত সুলতান সম্প্রতি বলেছেন, পাকিস্তান সরকার অব্যাহতভাবে উপজাতী এলাকার স্থানীয় ব্যক্তিদের সঙ্গে রাজনৈতিকভাবে যোগাযোগ করবে। তবে শান্তি চুক্তির নীতি ৮ নভেম্বরে দার্গাই-এ আত্মঘাতী বোমা বিস্ফোরণের জন্য পরিবর্তিত হবে না।
পাকিস্তানের 'দি নিউজ' পত্রিকা ১০ নভেম্বর সুলতানের কথা উদ্ধৃত করে বলেছে যে, সরকার অব্যাহতভাবে উপজাতী এলাকায় 'রাজনৈতিক উপায়ে সমস্যা সমাধানের নীতি' অনুসরণ করবে এবং স্থানীয় 'শান্তি অনুরাগী'-দের সঙ্গে শান্তি চুক্তি বাস্তবায়নের পন্থা অন্বেষণ করবে।
তিনি বলেছেন, সরকার শান্তিপূর্ণ সংলাপ নীতির পাশা পাশি, প্রয়োজন হলে সামরিক অভিযান চালারোর পদক্ষেপ নেবে।
|