রুশ সামরিক কর্তৃপক্ষ ঘোষণা করেছে , রুশ বাহিনী গত বৃহষ্পতিবার সাফল্যের সংগে প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের নির্মিত আর এস -১৮ আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে , যাতে প্রমাণিত হয় যে , নির্দিষ্ট মেয়াদে উত্তীর্ণ এ ধরণের ক্ষেপণাস্ত্রকে আবার কাজে ব্যবহার করা যাবে ।
রুশ মহাকাশ বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে , এ ধরণের ক্ষেপণাস্ত্রের কারিগরি বৈশিষ্ট্য ও নির্ভরশীলতা পরীক্ষার উদ্দেশ্যেই এবার এই নিক্ষেপ করা হয়েছে ।
এবারের নিক্ষেপ থেকে প্রতীয়মাণ হয় যে , আর এস -১৮ ক্ষেপণাস্ত্র ব্যবহারের মেয়াদ আরো বাড়ানো যেতে পারে ।
|