চলতি বছরের প্রথম ছয় মাস চীনের মূল-ভূভাগ ১ হাজার ৭'শরও বেশী তাইওয়ানের পুঁজি বিনিয়োগ প্রকল্প অনুমোদন করেছে। তাইওয়ান প্রণালীর দু'পারের পরোক্ষ বাণিজ্য ৫০.২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বর্তমানে চীনের মূল-ভূভাগ হচ্ছে তাইওয়ানের সবচেয়ে বড় রপ্তানি বাজার ও বাণিজ্যিক অনুকূল সমতার স্থান।
চীনের জাতীয় শিল্প ও বাণিজ্য প্রশাসনিক ব্যুরো থেকে জানা গেছে, তাইওয়ান প্রণালীর দু'পারের আর্থ-বাণিজ্য সম্পর্ক দিন দিন ঘনিষ্ঠ হওয়ার পাশা পাশি, চীনের মূল-ভূভাগের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক বিভাগ চীনে তাইওয়ান ব্যবসায়ীদের ট্রেডমার্ক অধিকার সংরক্ষণ ক্ষেত্রে গুরুত্ব দিয়ে তাদের ব্যবস্থাপনার জন্য সুষ্ঠু বাজার সৃষ্টি করার চেষ্টা করেছে। চীনের বর্তমান জাতীয় শিল্প ও বাণিজ্য প্রশাসনিক ব্যুরোবিভিন্ন পর্যায়ের শিল্প ও বাণিজ্য প্রশাসনিক বিভাগ তাইওয়ানের ফল বলে বাজারজাত নকল ব্যবসা রোধ করা এবং এ বিষয়ে তদন্তের দাবি জানিয়েছে।
জানা গেছে, গত বছরের শেষ নাগাদ, চীনে তাইওয়ানী ব্যবসায়ীদের পুঁজি বিনিয়োগ প্রকল্প ৬৮ হাজার হয়েছে। তাইওয়ান প্রণালীর দু'পারের বাণিজ্যের পরিমান ৯১.২ বিলিয়ন মার্কিন ডলারে দাড়িয়েছে।
|