v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-11-10 15:20:43    
**ইক্ষু চিনিবীট শিল্প কুয়াংসি আর থাইওয়ানের কৃষি ক্ষেত্রে সহযোগিতা চালানোর গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হবে

cri
**ইক্ষু চিনিবীট শিল্প কুয়াংসি আর থাইওয়ানের কৃষি ক্ষেত্রে সহযোগিতা চালানোর গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হবে

চীনের কুয়াংসি চুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলকে ইক্ষু চিনিবীটের (SUCROSE)জন্মভূমি বলে গন্য করা হচ্ছে। বর্তমানে এই স্বায়ত্তশাসিত অঞ্চল থাইওয়ানের সঙ্গে কৃষি সহযোগিতা চালানোর প্রচেষ্টা চালাচ্ছে।

খবরে জানা গেছে, ইক্ষু চিনিবীট কুয়াসি চুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের এক অগ্রণী শিল্প হিসেবে এর উত্পাদনের পরিমাণ সারা দেশের উত্পাদনের মোট পরিমাণের ৫০শতাংশেরও বেশী।

**চীনে হাঁস-মুরগী ডিম বিষয়ক শিল্পের উন্নয়ন খুব দ্রুত

চীনের হাঁস-মুরগীর ডিমের উত্পাদনের পরিমাণ একটানা বহু বছর ধরে বিশ্বের প্রথম স্থান অধিকার করে আছে। গত বছর ডিমের উত্পাদনের পরিমাণ ২ কোটি ৮৭ লাখ ৯০ হাজার টন ছিল।

বিশ্বে চীনের হাঁস-মুরগীর ডিমের উত্পাদনের পরিমাণ সবচেয়ে বেশী। এর পর হচ্ছে যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া ও ভারত।

**চিলিন প্রদেশ গ্রাম থেকে আসা শ্রমিকদের জন্যে বাধ্যতামূলকভাবে কম্পিউটার প্রশিক্ষণ যুগিয়েছে

গ্রাম থেকে আসা ৪৫ জন শ্রমিক চিলিন প্রদেশের বিশেষভাবে প্রতিষ্ঠিত অপেশাদার স্কুলের কম্পিউটার ট্রেনিং-কোর্সে যোগ দিয়েছেন। তাঁরা সেখানে বাধ্যতামূলকভাবে কম্পিউটারের বুনিয়াদী প্রশিক্ষণ লাভ করবেন।

খবরে প্রকাশ, গ্রাম থেকে আসা এ সব শ্রমিক১৫ দিনব্যাপী প্রশিক্ষণ পাবেন। প্রশিক্ষণের মাধ্যমে তাঁরা কম্পিটারের বুনিয়াদী জ্ঞান আয়ত্ত করতে পারবেন।

গ্রাম থেক আসা শ্রমিকদের জন্যে চিলিন প্রদেশের অপেশাদার স্কুল ২০০৬ সালের ১২ জুলাই প্রতিষ্ঠিত হয়। এই স্কুল সারা দেশের সাধারণ ট্রেড ইউনিয়নের উদ্যোগে ও সাহায্যে প্রতিষ্ঠিত হয়েছে।

**হোনান প্রদেশের প্রত্যেক গ্রামে টেলিফোন ব্যবহার করা যায়

চীনে হোনান প্রদেশের লোকসংখ্যা সবচেয়ে বেশী। এই প্রদেশের প্রায় ৭০ শতাংশ লোক গ্রামে বসবাস করেন। এ বছরের মার্চ মাসের শেষ নাগাদ, তথ্য শিল্প মন্ত্রণালয় ও হোনান প্রদেশের প্রাদেশিক সরকারের বন্টন অনুযায়ী হোনান টেলিযোগাযোগ কোম্পানি আনুষ্ঠানিকভাবে "প্রত্যেক গ্রামের জন্যে টেলিফোন ব্যবহার করা বিষয়ক প্রকল্প চালু করেছে। মোট ১২ কোটি ইউয়ান রেনমিনপি পুঁজি বিনিয়োগ করা হয়েছে। ছয় মাসের পরিশ্রম করে তিন হাজারেরও বেশী লোক নির্ধারিত সময়ের পূর্বেই এই প্রকল্প শেষ করেছেন।