v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-11-10 15:15:15    
রোমানিয়া

cri

    রোমানিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত। দেশটি দক্ষিণ-পূর্বে কৃষ্ণ সাগরের সঙ্গে সংলগ্ন। লোকসংখ্যা ২ কোটি ১০ লাখ। এর মধ্যে ৮৯.৪ শতাংশ হচ্ছে রোমানিয়ান জাতি। সারা দেশের ৮৭ শতাংশ লোক অর্থোডক্স ইস্টার্ন গীর্জা ধর্মে বিশ্বাসী।

    ১৯৪৭ সালের ৩০ ডিসেম্বর রোমানিয়া গণ প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ১৯৬৫ সালে রোমানিয়া নাম পরিবর্তন করে সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র রাখে। ১৯৮৯ সালের ডিসেম্বরে রোমানিয়া এই নাম আবার পরিবর্তন করে। একই বছরের ২৯ মার্চ ন্যাটোয় যোগ দেয়।

    রোমানিয়ার আয়তন ২ লাখ ৩০ হাজারেরও বেশী বর্গকিলোমিটার। নীল দানিউব নদী, উচ্চ কার্পাথিয়ান পাহাড় এবং কৃষ্ণ সাগর হচ্ছে রোমানিয়ার তিনটি রাষ্ট্রীয় সম্পদ। নীল দানিউব নদী রোমানিয়ার ১ হাজার ৭৫ বর্গকিলোমিটারব্যাপী প্রবাহিত। এ নদী রোমানিয়ার বিদ্যুত্ শক্তি ও মত্স্য শিল্পে বৈচিত্র্যময় সম্পদ যুগিয়ে দেয়। কার্পাথিয়ান পাহাড়কে রোমানিয়ার পৃষ্ঠ বলে গণ্য করা হয়। এর নীচে কয়লা, লোহা এবং সোনাসহ বিভিন্ন খনিজ সম্পদ রয়েছে। যা খুবই বৈচিত্র্যময় ও মূল্যবান। কৃষ্ণ সাগর রোমানিয়ার পূর্বে অবস্থিত। সুন্দর দৃশ্যসম্পন্ন কৃষ্ণ সাগর হচ্ছে বিখ্যাত দর্শনীয় স্থান। কোন্সটেন্টা হচ্ছে কৃষ্ণ সাগরের উপকূলীয় বন্দর শহর। কোন্সটেন্টা বিভিন্ন মহাদেশে যাওয়ার গুরুত্বপূর্ণ শহর এবং এখানে জাহাজ তৈরী করার একটি কারখানা রয়েছে। শহরটিকে "কৃষ্ণ সাগরের মুক্তা বলে অভিহিত করা হয়।

    রোমানিয়ার রাজধানী বুখারেস্ট রোমানিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের ওয়াল্লাছিয়া সমতল অঞ্চলের মধ্যাংশে অবস্থিত। সারা শহরের পরিবেশ খুব সুন্দর। বুখারেস্ট হচ্ছে দেশের বৃহত্তম শিল্প কেন্দ্র। এর বস্ত্র, কাপড় ও খাবার প্রক্রিয়াকরণসহ বিভিন্ন শিল্প আছে।

    ১৯৪৯ সালের ৫ অক্টোবর চীন এবং রোমানিয়ার মধ্যে রাষ্ট্রদূত পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। বহু বছর ধরে চীন ও রোমানিয়া ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ক বজায় রয়েছে। ১৯৯৬ সালে সাবেক প্রেসিডেন্ট চিয়াং চেমিনের রোমানিয়া সফর এবং ১৯৯৭ সালে রোমানিয়ার সাবেক প্রেসিডেন্টের চীন সফর দু'দেশের সম্পর্কের উন্নয়ন জোরদার করেছে। ২০০৩ সাল পর্যন্ত চীন ও রোমানিয়ার মধ্যে মোট ১৯টি বন্ধুত্বপূর্ণ শহর আছে। ২০০৩ সালে দু'দেশের বাণিজ্য মূল্য ১০০ কোটি মার্কিন ডলার ছিল। প্রতি বছর বৃদ্ধির হার প্রায় ৩০ শতাংশ।