v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-11-10 13:51:33    
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন মহা পরিচালক নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন

cri

    ৯ নভেম্বর জেনিভায় অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্যসম্মেলনে চীনের হংকং থেকে আসা মারগারেট চানকে ছানকে আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন মহা পরিচালক নিযুক্ত করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে নতুন সংক্রামক রোগ অনবারত দেখা দিয়েছে বলে তিনি নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হবেন বলে মনে করা হচ্ছে।

    এ পযর্ন্ত মানবজাতি যক্ষ্মা সহ পুরাতন সংক্রামক রোগ পুরোপুরি নিমূল করতে পারে নি। গত কয়েক দশকে মানব জাতি এইডস রোগ, হেপাটাইটিস ডি, সার্স, বার্ড ফ্লু সহ ত্রিশটিরও বেশী নতুন রোগের হুঁমকির সম্মুখীন হয়েছে। উপরন্তু জীবাণু ও ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এটা সামাজিক উন্নয়নেররতি গুরুতর পরিণতি সৃষ্টি করেছে। সুতরাং গণ স্বাস্থ্য সমস্যা বিশ্ব সমাজের অভুতপূর্ব আকর্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। মারগারেট চানের নেতৃত্বে পরিচালিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানবজাতির এই সংগ্রামের প্রথম সারিতে রয়েছেন।

     বতর্মানে এইজ ৫ এন ১ বার্ড ফ্লু এবং সম্ভাব্য সৃষ্ট ফ্লুরব্যাপকতা মানব জাতির ওপর পড়বে। বিশেষজ্ঞরা বারবার জোর দিয়ে বলেছেন, মানব জাতির পরর্বতী ফ্লু মানুষের অজানতে দুরারোগ্যে পরিণত হতে পারে। এতে জানমালের ব্যাপকক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি নির্ভরযোগ্য পুর্বসতর্কতা ব্যবস্থা এবং তা মোকাবেলারধারাবাহিক কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত। যাতে সারা বিশ্বের প্রতিরোধ ক্ষমতাকে উন্নত করা যায়। মারগেরেট চান বলেছেন, তিনি টিকা গবেষণার কাজ এগিয়ে নেওয়ার জন্যে যথাসাধ্য প্রচেষ্টা চালাবেন।বিশেষ করে বার্ড ফ্লু নিবারণের টিকা অবিলম্বে তৈরী করা প্রয়োজন। তিনি বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাস্তব ভূমিকা বাড়াতে হবে। গণ স্বাস্থ্যে ঝঁটিকা ঘটনা মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যকর কাঠামো আরও জোরদার করা হবে।

   এইডস নি:সন্দেহে মানব জাতির স্বাস্থ্য ইতিহাসের একটি বিরাট সর্বনাশ। আফ্রিকার দক্ষিণাংশের কয়েকটি দেশ এইডস রোগের শিকার হয়ে গত কয়েক দশকের মধ্যেই অর্থনৈতিক দিক থেকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জনসাধারণের আয়ু ৩০ বছর আগের চাইতে কমে গেছে। কয়েক বছর আগের বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত লক্ষ্য বাস্তবায়িত হয়নি। এই লক্ষ্য অনুযায়ী, ২০০৫ সালের শেষ নাগাদ ৩০ লাখ গরীপ এইডস রোগীর জন্যে চিকিত্সা সরবরাহ করা হবে।

    মারগারেট চান বলেছেন, যদি তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহা পরিচালক নিযুক্ত হন তাহলে তিনি উন্নয়নশীল দেশগুলোর গণ স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের দিকে মনোযোগ দেবেন। তিনি মনে করেন, দারিদ্র স্বাস্থ্যহীনতার সৃষ্টি করে আবার অস্বাস্থ্যের কারণে লোকেরা দারিদ্রে নিমুজ্জিত হয়। জাতি সংঘের প্রণীত ' সহস্রাব্দী উন্নয়ন লক্ষ্য' বাস্তবায়নের জন্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অত্যন্ত দুরুহ দায়িত্ব পালন করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দরিদ্র দেশগুলোর টেকসই নির্মান কাজে সাহায্য করতে হবে। তা ছাড়া গণ স্বাস্থ্যের নিরাপত্তা উন্নত করায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাআরও বেশী অর্থ বরাদ্দ করবে। অন্তস্বত্বা মহিলাদের স্বাস্থ্য উন্নত করার জন্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাস্তব পদক্ষেপ নেবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহা পরিচালক নির্বাচনের একটি ভাষণে মারগারেট চান বলেছেন, আফ্রিকার দেশগুলোর জনগণের স্বাস্থ্য উন্নয়নের অবস্থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কৃতিত্ব বলে মনে করা হবে । তাঁর এই কথা উপস্থিত সকলের প্রশংসা পেযেছে। তিনি মনে করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি তার সংস্কারও প্রয়োজন।

  নিয়োগের পর তিনি সম্মেলনে বলেছেন, তাঁর পক্ষে এটা হল একটি অত্যন্ত গর্বিত মুহূর্ত। তিনি উপলদ্ধি করেছেন, তাঁর কাজ পরোক্ষভাবে মানব জাতির স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে। তিনি বুঝতে পেরেছেন , তিনি একটি ঐতিহাসিক দায়িত্ব পালন করছেন। আপনারা এতক্ষণ আজকের প্রতিবেদন শুনলেন।