৯ নভেম্বর ইইউ'র প্রায় ৪'শ শিল্পপ্রতিষ্ঠান চীনের ৫'শ শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে সিছুয়ান প্রদেশের ছেংদু শহরে রুদ্ধদ্বার বৈঠক শুরু করেছে। সম্ভবত এবার চীন ও ইইউ'র মধ্যে বৃহত্তম আকারের দ্বিপাক্ষীক আর্থ-বাণিজ্য আলোচনা হচ্ছে যা সাফল্য অর্জন সক্ষম হবে।
ইইউ কমিটি, চীনের আন্তর্জাতিক বাণিজ্য ত্বরান্বিত কমিটি ও সিছুয়ান প্রদেশ সরকারের যৌথ উদ্যোগে চীন-ইইউ পুঁজি বিনিয়োগ বাণিজ্যিক সহযোগিতা সংক্রান্ত এই আলোচনা সভা দু'দিন ধরে চলবে। এর প্রতি ৯'শরও বেশী চীন ও ইইউ'র শিল্পপ্রতিষ্ঠানের দৃষ্টি নিবদ্ধ রয়েছে।
ইইউর পুঁজি বিনিয়োগ ও বাণিজ্যিক আলোচনা সভা হচ্ছে ইইউ কমিটির সদস্যদেশের মাঝারি ও ছোট আকারের শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিশ্বের অন্যান্য অঞ্চলের মাঝারি ও ছোট আকারের শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাণিজ্য, পুঁজি বিনিয়োগ ও প্রযুক্তিগত ক্ষেত্রকে ত্বরান্বিত করার ব্যবস্থা করা। ইইউ কমিটির বাণিজ্য বিষয়ক সদস্য পিটার ম্যানডেলসন জানিয়েছেন যে, মাঝারি ও ছোট আকারের শিল্পপ্রতিষ্ঠানগুলোহচ্ছে চীন ও ইইউর বাণিজ্যের মূল শক্তি। বর্তমান ৫ হাজরেরও বেশী মাঝারি ও ছোট আকারের শিল্পপ্রতিষ্ঠানগুলোর চীনে বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ প্রকল্প আছে।
জানা গেছে, প্রত্যেকবারের আলোচনা সভার আলোচনায় সফলতার হার প্রায় ৩০ শতাংশ।
|