ভারতের মহাশুন্য গবেষণা সংস্থার সাম্প্রতিক এক সভায় ভারতের প্রায় ৮০জন শীর্ষ বৈজ্ঞানিকরা সর্বসম্মতিক্রমে ২০১৪ সালে নভোচারীদেরকে মহাশুন্যে পাঠাবার প্রস্তাবে ভোট দিয়েছেন । যার ফলে ২০২০ সালে ভারতীয়দের চাঁদে আরোহনের স্বপ্ন বাস্তবায়িত হবে ।
ইন্ডিয়াটাইমস পত্রিকার ৮ নভেম্বরের এক খবরে বলা হয়েছে , ভারতীয় বৈজ্ঞানিকরা মনে করেন , মহাশুন্যেভারতের মানুষবাহী পরিকল্পনা বাস্তবায়নের সময় ঘনিয়ে এসেছে । ভারত মানুষবাহী মহাশুন্য পরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশল ক্ষমতাসম্পন্ন হয়েছে । কিন্তু এখনো মহাশুন্যে জীবন ধারণ সম্পর্কিত ধারাবাহিক গবেষণা জোরদার করা প্রয়োজন ।
বর্তমান পরিকল্পনা অনুযায়ী ভারত ২০০৭ সালে চালকবিহীন মহাশুন্য যান উত্ক্ষেপন করবে ও ফিরিয়ে আনবে এবং ২০০৮ সালে চাঁদে চালকবিহীন মহাশুন্যযান পাঠাবে ।
এক প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী ভারতের প্রথমমানুষবাহী খেয়াযান নিক্ষেপে ২২০ কোটি মার্কিন ডলার ব্রয় হবে।
ভারতের ব্যাপক মহাশুন্য পরিকল্পনা অনুযায়ী ১৬টি কৃত্রিম উপগ্রহ পৃথিবী জুড়ে ঘুরছে । ভারতের মহাশুন্য গবেষণা সংস্থার২০০৫-২০০৬ আর্থিক বর্ষের বাজেট ৭০ কোটি মার্কিন ডলার । সংস্থাটির ২০ হাজার সদস্য রয়েছে ।
|