গত বুধবার ছিল চীনের রাজধানী পেইচিংয়ের জেলা ও মহকুমা পর্যায়ের কংগ্রেসের প্রতিনিধিদের নির্বাচনে ভোট দেয়ার দিন । চীনের হু চিন থাও , উ পাং কোও ও ওয়েন চিয়া পাও সহ নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে নিজ নিজ এলাকায় ভোট দিয়েছেন ।
ভোট দেয়ার পর চীনের প্রেসিডেন্ট হু চিন থাও সাংবাদিকদের বলেছেন , গণ কংগ্রেসের ব্যবস্থা হচ্ছে চীনের এক মৌলিক রাজনৈতিক ব্যবস্থা । পেইচিংয়ের সি ছেং এলাকার একজন ভোটার হিসেবে সবেমাত্র তিনি ভোট দিয়ে সংবিধানে অর্পিত গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন । তিনি আশা প্রকাশ করে বলেছেন , যারা গণ কংগ্রেসের প্রতিনিধি নির্বাচিত হবেন , তারা ভোটারদের গুরু ভার কাঁধে নিয়ে আইন মোতাবেক প্রতিনিধির অধিকার প্রয়োগ করে জনসাধারণের স্বার্থ সংরক্ষণের প্রচেষ্টা চালাবে ।
|