৯ নভেম্বর চীনের জাতীয় পর্যটন ব্যুরো সূত্রে জানা গেছে , চীনের পর্যটনশিল্পে চীনের বেসরকারী পূঁজি এবং বৈদেশিক অর্থবিনিয়োগের পরিমান ৫০০ বিলিয়ন রেনমিনপি ছাড়িয়ে গেছে ।
জানা গেছে , গত পাঁচ বছরে পর্যটনশিল্পেরঅর্থবিনিয়োগের মোটপরিমানের গড়পরতা বার্ষিক বৃদ্ধিহার ১০ শতাংশ বেশি । এই হার বজায় থাকলে ২০১০ সালে চীনের পর্যটনশিল্পে মোট অর্থবিনিয়োগের পরিমান দুই ট্রিলিয়ন রেনমিনপিতে দাঁড়াবে । চীনের জাতীয় পর্যটন ব্যুরোর অনুমাণ অনুযায়ী পরবর্তী ৫ বছরে চীনে পর্যটনশিল্পে অর্থবিনিয়োগেরনতুন জোয়ার সৃষ্টি হবে । চীনের বেসরকারী পূঁজিও এর একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হবে ।
বিশ্ব পর্যটন সংস্থা এর আগে অনুমান করেছিল যে, ২০২০ সালে চীন বিশ্বে পর্যটনেরএক বৃহত্তম গন্তব্যস্থলে এবং চতুর্থ বৃহত্তম পর্যটক উত্স এলাকায় পরিণত হবে ।
|