|
|
(GMT+08:00)
2006-11-09 17:31:08
|
চীনের আশা: চীন ও যুক্তরাষ্ট্র দূরদর্শী দিক থেকে দু দেশের মেধা সত্বের সমস্যা বিবেচনা করবে
cri
চীনের উপপ্রধানমন্ত্রী উ ই ৯ নভেম্বর বলেছেন , মেধা সত্বের ক্ষেত্রে মতভেদ থাকলেও চীন ও যুক্তরাষ্ট্রের উচিত কৌশলগত ও দূরদর্শী দিক থেকে মেধা সত্বের সমস্যা বিবেচনা ও নিরসন করা ।
পেইচিং সফররত মার্কিন আন্তর্জাতিক মেধা সত্ব ইউনিয়নের চেয়ারম্যান এরিক স্মিথ ও তার সহযাত্রীদের সংগে সাক্ষাতকালে উ ই আরো বলেন , চীন স্বল্প সময়ের মধ্যে ধাপে ধাপে ধারাবাহিক আন্তর্জাতিক নিয়ম ও চীনের বাস্তব অবস্থার সংগে সংগতিপূর্ণ মেধা সত্ব সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলেছে এবং মেধা সত্ব সংরক্ষণের ক্ষেত্রে আইন প্রয়োগ জোরদার করার জন্যে কতকগুলো কার্যকর পদক্ষেপ নিয়েছে ।
সাক্ষাতকালে স্মিথ মেধা সত্ব সংরক্ষণের ক্ষেত্রে চীনের প্রচেষ্টার প্রশংসা করেছেন । তিনি বলেন , মার্কিন আন্তর্জাতিক মেধা সত্ব সংরক্ষণ ইউনিয়ন কপি রাইট সংক্ষরণে আরো বেশি কাজ করতে ইচ্ছুক ।
|
|
|