চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য উন্নয়ন বিষয়ক উপ-মহাপরিচালক চিয়া কুও ইয়োং ৯ নভেম্বর পেইচিংয়ে বলেছেন, চীন নীতি সমর্থন ও পরিসেবা উন্নীতসহ বিভিন্ন উপায়ে অধিকতরভাবে মাঝারি ও ছোট আকারের শিল্পপ্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক বাণিজ্যে অংশ গ্রহণের বিষয়কে ত্বরান্বিত করবে।
'বিশ্ব বাণিজ্য সংস্থা ও চীনঃ ২০০৬ পেইচিং আন্তর্জাতিক ফোরাম'-এ অংশ নেয়ার সময় তিনি এ কথা বলেছেন। তিনি বলেছেন, ভবিষ্যতে চীন অব্যাহতভাবে কর আদায় সংক্রান্ত সুযোগ সুবিধার নীতি অনুযায়ী মাঝারি ও ছোট আকারের শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক বাণিজ্যে অংশ নিতে উত্সাহ দেবে। এর পাশা পাশি বাণিজ্য ঋণ ও বীমাসহ বিভিন্ন ক্ষেত্রে মাঝারি ও ছোট আকারের শিল্পপ্রতিষ্ঠানকে দেয়া সহায়তা জোরদার করবে।
|