v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-11-09 16:32:38    
চীনে কিভাবে পরিকল্পনাচালু হয়?

cri
    রাংপুর জেলার শ্রোতা সেলিম তাঁর চিঠিতে জানতে চেয়েছেন, চীনে কিভাবে পরিকল্পনাচালু হয়? উত্তরে বলছি, চীন সরকার সুপরিকল্পিতভাবে লোকসংখ্যা-বৃদ্ধির পক্ষপাতী। সংখ্যালঘু জাতি-অধ্যুষিত অঞ্চলগুলো ছাড়া ঘনবসতিপূর্ণ সব অঞ্চলে জন্মনিয়ন্ত্রণ সম্পর্কেপ্রচার চালানো হয় এবং পরিবার-পরিকল্পনা জনপ্রিয় ও কার্যকরী করার সব রকম কার্যক্রম পালন করা হয়। পরিবার-পরিকল্পনা এখন চীনের নতুন শাসনতন্ত্রের অন্তর্ভুক্ত।

    চীনে রাষ্ট্র-পরিচালনা ও জনসাধারণের ইচ্ছা এই দুয়ের সমন্বয়ের ভিত্তিতেই পরিবার-পরিকল্পনা-সংক্রান্ত কাজকর্ম চলছে। বিভিন্ন বাস্তবতার নিরিথে বিভিন্ন উপায় অবলম্বন করা হয়। যে সব অঞ্চলে লোকসংখ্যা ও জন্মহার বেশী সে সব অঞ্চলে দেরীতে বিয়ের রীতি ও জন্মনিয়ন্ত্রণের ব্যবস্থা আছে। রাষ্ট্র পরিবার-পরিকল্পনা খাতে প্রতি বছর বিশেষ অর্থ বরাদ্দ করে থাকে। জন্মনিয়ন্ত্রনের ওষুধপত্র ও উপকরণ রাষ্ট্র

    বিনামূল্যে বিতরণ করে। জন্মনিয়ন্ত্রণ সংক্রান্ত চিকিত্সা ও অস্ত্রোপচার বিনামূল্যেই করা হয়। গত কয়েক বছরে কতকগুলো অঞ্চলে পরিবার-পরিকল্পনার কাজে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া গেছে, এবং সাফল্যের সঙ্গে লোকসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণে আনা হয়েছে। লোকসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার বছর বছর কমে আসছে।

    চুয়াডাংগা জেলার শ্রোতা ওবায়ডুল ইসলাম তাঁর চিঠিতে জিজ্ঞাস করেছেন, চীনে কি মাছ চাষ হয়? উত্তরে বলছি, চীনের জলভাগের সোয়া চার কোটি একবেরও বেশী আয়তনের মিঠাপানির মধ্যে সোয়া এক কোটি একরে মাছের চাষ ও অন্যান্য জলজ-দ্রব্য উত্পাদন করা যায়। মিঠাপানির সাত শোরও বেশি জাতের মাছের মধ্যে ব্ল্যাক কার্প, চীনা আইড, সিলভার কার্প, বিগ-হেড কার্প, কমন কার্প ও ক্রুশিয়ান কার্প সহ মোট পঞ্চশ ধরনের মাছের অর্থনৈতিক মূল্য যথেষ্ট। ব্ল্যাক কার্প, চীনা আইড, সিলভার কার্প ও বিগ-হেড কার্প চীনের বিখ্যাত চার জাতের মাছ।

    বগুড়া জেলার শ্রোতা মো: জিল্লুর রহমান তাঁর চিঠিতে জানতে চেয়েছেন, চীন বেতারে কতজন বাংলাদেশী উপস্থাপক ও উপস্থাপিকআছেন? তাঁদের শিক্ষগত যোগ্যতা কি? উত্তরে বলছি, বর্তমানে বাংলা বিভাগে দু'জন বাংলা ভাষী বিশেষজ্ঞ আছেন। একজন হলেন ছালাউদ্দিন সাহেব , আরেক জন হলেন ইলিয়াস খান সাহেব। তাঁরা চীনা কর্মীদের অনুবাদ সংশোধন করেন। তা ছাড়া তাঁরা খবর পড়েন এবং অন্যান্য অনুষ্ঠান উপস্থাপন করেন। আপাতত বাংলা বিভাগে কনো বাংলাদেশী উপস্থাপিক নেই। ছালাইদ্দিন সাহেব চীন দেশ আসার আগে বাংলাদেশের শিল্প কলা এক্যাডামির শিল্পকলা বিভাগের পরিচালক ছিলেন। ইলিয়াস খান চীনদেশ আসার আগে দৈনিক আমার দেশ পত্রিকার কূটনৈতিক সংবাদদাতা ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স ও সাস্টার্স লাভ করেছেন।

    নওগাঁ জেলার শ্রোতা রিজু আহমেদ তাঁর চিঠিতে জানতে চেয়েছে, চীনে কয়েটি রাজনৈতিক দল আছে? তারা কি রাজনীতিতে অংশ নেয়? উত্তরে বলছি, চীনের ক্ষমতাসীন পাটি কমিউনিষ্ট পাটি। ১৯২১ সালের পয়লা জুলাই চীনের কমিউনিষ্ট পাটি প্রতিষ্ঠিত হয়। চীনা কমিউনিষ্ট পাটি গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতির ভিত্তিতে প্রতিষ্ঠিত । কমিউনিষ্ট পাটি ছাড়া, আরও কয়েকটি গণতান্ত্রিক পাটি আছে। এগুলো দেশপ্রেমিক গণতান্ত্রিক পাটি হিসেবে পরিচিত। দেশপ্রেমিক গণতান্ত্রিক পাটি বলতে চীনা কমিউনিস্ট পাটির নেতৃত্বে পরিচালিত বিপ্লবী যুক্তফ্রন্টে অংশগ্রহণকারী বিভিন্ন গণতান্ত্রিক পাটিকেই বোঝানো হয়। এ-সব পাটির মধ্যে আটটি হচ্ছে, চীনের গুওমিনডাং পাটির বিপ্লবী কমিটি, চীনের গণতান্ত্রিক লীগ, চায়না ডেমোক্র্যাটিক ন্যাশনল কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন, চায়না আ্যসোসিয়েশন ফব প্রমোটিং ডেমোক্রোসি, চীনা কৃষক ও শ্রমিক গণতান্ত্রিকপাটি, চীনের যে গোং ডোং , জিউ সান সোসাইটি, এবং থাইওয়ান গণতান্ত্রিক স্বায়ত্তশাসন লীগ।