v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-11-09 15:33:47    
চীনের তেল ও রসায়ন শিল্প কোম্পানি

cri
    চীনের তেল ও রসায়ন শিল্প কোম্পানি অথবা সিনোপেক হচ্ছে তেল ও গ্যাস অনুসন্ধান করা , তেলজাত পণ্যদ্রব্য উত্পাদন করা এবং রাসায়নিক শিল্প পণ্যদ্রব্য বিক্রি করার এক জ্বালানী সম্পদ ও রসায়ন বিষয়ক কোম্পানি । এ কোম্পানির প্রধান পুঁজি চীনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে থাকে । এ অঞ্চল হচ্ছে চীনের অর্থনৈতিক ক্ষেত্রে সবচেয়ে দ্রুত উন্নয়নমূলক এলাকা । ২০০৪ সালের বাণিজ্য মূল্য অনুযায়ী সিনোপেক হচ্ছে চীনের বৃহত্তম শেয়ার কোম্পানি ।

    সিনোপেক প্রধানত চারটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে । অনুসন্ধান ক্ষেত্রে সিনোপেক হচ্ছে চীনের দ্বিতীয় তেল ও গ্যাস উত্পাদন কোম্পানি । ২০০৪ সালে এর তেল উত্পাদন পরিমাণ ২.৭৪ মিলিয়ন ঘনফুট ,গ্যাস উত্পাদনের পরিমাণ ২০৭ বিলিয়ন কিউবিক ফিট । তেল পরিশোধনের ক্ষেত্রে সিনোপেক হল চীনের বৃহত্তম তেল পরিশোধন শিল্পপ্রতিষ্ঠান। কোম্পানিটি নানা ধরণের তেল ও রাসায়নিক শিল্পজাত কাঁচামাল উত্পাদন করে । ২০০৪ সালে এর তেল উত্পাদনের পরিমাণ ১৩ কোটি ২৯ লাখ টন , তা ২০০৩ সালের অনুরূপ সময়ের চেয়ে ১৪.৩৬ শতাংশ বেশি । রাসায়নিক শিল্পজাত পণ্যের ক্ষেত্রে সিনোপেক হল চীনের বৃহত্তম রাসায়নিক পণ্যদ্রব্যের উত্পাদন ও বিক্রিকারী শিল্পপ্রতিষ্ঠান। ২০০৪ সালে এর ইথিলিন উত্পাদনের পরিমাণ ৪০ লাখ ৭৪ হাজার টন, তা ২০০৩ সালের অনুরূপ সময়ের চেয়ে ২.৩১ শতাংশ বেশি । পণ্যদ্রব্য বিক্রির ক্ষেত্রে সিনোপেক চীনের বৃহত্তম তেল বিক্রির পরিপূর্ণ ব্যবস্থা রয়েছে । ২০০৪ সালে চীনে সিনোপেকের পেট্রোল স্টেশনের সংখ্যা মোট ৩০০৬৩টি , এগুলোর মধ্যে ব্যক্তিগত পেট্রোল স্টেশনের সংখ্যা ২৬৫৮১টি ।

    সিনোপেকের এই অভূতপূর্ব উন্নয়ন কোম্পানির নেতাদের সদিচ্ছা ও সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কিত। ২০০৫ সালের ২৫ মার্চ, সিনোপেকের বোর্ডের দ্বিতীয় পরিষদের ১৬তম অধিবেশনে ওয়াং থিয়েনপু এ কোম্পানির ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হন । ৪৩ বছর বয়স্ক ওয়াং থিয়েনপু ১৯৮১ সালে শানতুং প্রদেশের ছাংলে গ্রাম থেকে ছিংতাও রাসায়নিক ইনস্টিডিউটে ভর্তি হন । ভালভাবে লেখাপড়া করার জন্য তিনি ক্লাসের মনিটরের দায়িত্বও পালন করেন । ১৯৮৫ সালের জুলাই মাসে তিনি ইনস্টিডিউট থেকে রাসায়নিক বিষয়ক ডিগ্রী লাভ করেন । ১৯৯৬ সালের জুলাই মাসে তিনি তালিয়েন বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের শিল্প ও বাণিজ্য প্রশাসন বিষয়ে মাস্টার ডিগ্রী লাভ করেন । ২০০৩ সালের আগস্ট মাসে তিনি চেচিয়াং বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রকল্পের ওপর ডক্টরেট ডিগ্রী লাভ করেন । তেল ও রাসায়নিক শিল্পে তাঁর প্রচুর প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে । ১৯৯৯ সালের মার্চ থেকে ২০০০ সালের ফেব্রুয়ারী পর্যন্ত তিনি চীনের তেল ও রসায়ন গোষ্ঠীর ছিলু তেল ও রাসায়নিক শিল্প কোম্পানির উপ-ম্যানেজার ছিলেন ।

    জানা গেছে, সিনোপেক কোম্পানির ডিরেক্টর জেনারেল নিযুক্ত হওয়ার আগে তিনি প্রধানত কোম্পানির নিরাপদ উত্পাদন বিষয়ের দায়িত্ব পালন করেছেন ।