৮ নভেম্বরের ভোরবেলায় প্রকাশিত এক নতুনতম ফলাফল অনুযায়ী যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক পার্টি ৭ নভেম্বর অনুষ্ঠিত মধ্যকালীন নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে ২২৬টিতে বিজয় হয়েছে । যার ফলে একটানা ১২ বছর ধরে রিপাব্লিকানপার্টির প্রতিনিধিত্বের পরিবর্তন হয়েছে ।
পরিসংখ্যানে জানা গেছে , সিনেটে গণতান্ত্রিক পার্টির আসনও ৪৯টিতে উন্নীত হয়েছে । কিন্তু রিপাব্লিকানপার্টির আওতাধীন মন্তানা ও ভির্জিনিয়া এই দুই অংগরাজ্যের আসন পেলেই কেবল গণতান্ত্রিক পার্টি সিনেটে অধিকাংশ আসন পেতে পারবে ।
একই দিন অনুষ্ঠিত ৩৬টি অংগরাজ্যের গভর্ণর নির্বাচনে গণতান্ত্রিক পার্টি রিপাব্লিকান পার্টির কাছ থেকে ৬টি অংগরাজ্যের গভর্ণরের পদ ছিনিয়ে নিয়েছে । যার ফলে ১৯৯৪ সাল থেকে এ পর্যন্ত রিপাব্লিকান পার্টির নিয়ন্ত্রণাধীন অর্ধেক অংগরাজ্যের গভর্ণর পদ হারাতে পারে বলে মনে করা হচ্ছে ।
|