চীনের জাতীয় লোকসংখ্যা ও পরিবার পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান চাং উইছিং ৮ নভেম্বর বলেছেন , চীন সরকার পরবর্তী ৫ বছরে লোকসংখ্যা ও উন্নয়ন সম্পর্কিত দক্ষিণ দক্ষিণ সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোকে এক কোটি রেনমিনপি মূল্যের পরিবারপরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য রক্ষাদ্রব্য প্রদানকরবে ।
পেইচিংয়ে আয়োজিত এক প্রাসঙ্গিক সেমিনারে চাং উইছিং বলেছেন, চীন লোকসংখ্যা ও উন্নয়ন সংক্রান্ত দক্ষিণ দক্ষিণ সহযোগিতা সংস্থার সদস্য দেশ সহ উন্নয়নশীল দেশগুলো বিশেষ করে আফ্রিকারদেশগুলোর জন্যে বছরে দুবার করে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা নেবে ।
লোকসংখ্যা ও উন্নয়ন সম্পর্কিতদক্ষিণ দক্ষিণ সহযোগিতার অংশীদারী সংস্থা ১০টি উন্নয়নশীল দেশ নিয়ে ১৯৯৪ সালে গঠিত ।
|