৭ নভেম্বর দক্ষিণ পশ্চিম চীনের ছেনতু শহরে প্রকাশিত এশিয়ায় ই ইউর অর্থবিনিয়োগ ফোরামের সাফল্য সম্পর্কিত এক রিপোর্টে জানা গেছে , ই ইউ সক্রিয়ভাবে এশিয় বাণিজ্যেনতুন কৌশল খুঁজছে এবং চীনকে ই ইউর শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে আঞ্চলিক উপকারিতামূলক সহযোগিতা চালাতে উত্সাহ দিচ্ছে।
চীনস্থ ই ইউর প্রতিনিধি দলের উন্নয়ন ও সহযোগিতা কার্যালয়ের কর্মকর্তা রুডিয়ে ফিলোন সাংবাদিকদের দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন , পারস্পরিক উপকারিতা ও সুযোগ সুবিধা প্রদানএশিয়া সম্পর্কে ই ইউর বাণিজ্যিক নীতি প্রণয়নের এক গুরুত্বপূর্ণবিষয় । ২৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে চীন সম্পর্কে নতুন দলিল প্রকাশ করার পর ই ইউ উপযুক্তভাবে তার এশিয় বাণিজ্য নীতি কিছু পরিবর্তন করবে এবং ধারাবাহিক ইতিবাচক নীতিগত ব্যবস্থা গ্রহণ করবে ।
এখন চীন ই ইউর দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদারে পরিণত হয়েছে । পক্ষান্তরে ই ইউ চীনের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার । ই ইউর এক পরিসংখ্যানে জানা গেছে, এ বছরের প্রথম ৭ মাসে চীন ই ইউর কাছে ৭২ বিলিয়ন ইউরো মূল্যের পণ্য রপ্তানি করেছে । এই পরিমাণ যুক্ত রাষ্ট্রের ৭৪ বিলিয়ন ইউরোর চেয়ে কিছু কম ।
|