গত বছরের শেষ নাগাদ চীন যে ১০১টি দেশী-বিদেশী যৌথ অর্থবিনিয়োজিত চিকিত্সা প্রকল্প অনুমোদন করেছে তার মোটমূল্য ১১.৫ বিলিয়ন রেনমিনপি ছাড়িয়ে গেছে ।
সম্প্রতি পেইচিংয়ে এক ফোরামে চীনের স্বাস্থ্যমন্ত্রণালয়ের চিকিত্সা সংস্থা প্রশাসনের প্রধান কাও কুয়াংমিং তথ্যটি প্রকাশ করেছেন । বর্তমানে অনুমোদনপ্রাপ্ত চিকিত্সা প্রকল্পগুলোর মধ্যে ৪৮টি তালিকাভূক্ত হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ।
তিনি সঙ্গে সঙ্গে উল্লেখ করেছেন , চীনের প্রাসঙ্গিক আইন ও নিয়ম অনুযায়ী চীনে বৈদেশিক অর্থবিনিয়োজিত চিকিত্সা কেন্দ্রপ্রতিষ্ঠার আবেদন জানালে অনুমোদন পাবে না । বিদেশে যারা বৈধ চিকিত্সার অনুমোদন পান সেই বিদেশী ডাক্তারদের চীনে চিকিত্সা করতে চাইলে তালিকাভূক্ত হতে হবে এবং প্রাসঙ্গিক অনুমোদন পাওয়ার পর চিকিত্সা চালাতে পারবেন । এর কার্যমেয়াদ হবে এক বছর ।
|