বসন্ত আসিল রঙের বাহারে
গাছে গাছে ফুল দলে,
সবুজ পল্লব নাচিতেছে যেন,
কোকিলের সুরে ডালে।
হঠাত্ যে-প্রকৃতি আবার
সাজে নবরূপ সাজে
শুভ ক্ষণে সূচনা সঙ্গীত তাই
হৃদয় বীণায় বাজে।
আসিল পাখির ডাকের প্রভাত
অরুন হইল লাল।
বিদায় নিলযে আগের বছর
আসিল নব সকাল।
কালের গতিতে এ ছোট্ট জীবন
নিঃশ্বেষ হবে একদিন
কালেরই জালে আবদ্ধ মোরা
হইয়াছি তার অধীন।
আঁধার ঠেলিয়া করিব সন্ধান
সেইসে দ্বীপিত আলোর
নতুন বছর মোদের জীবনে
আনবে নূতন ভোর।
অতীত যদিও এখন স্মৃতি
যায়না মুছিয়া ফেলা,
হারানো সুরের পরশ ধরিয়া
খুশীতে কাটুক বেলা।
মুছিয়া যাক সব অতীত গ্লানি।
বাজুক শান্তি শাঁখ
স্বাগত জানাই তোমাকে আমরা
এসো হে বৈশাখ।
---বাংলাদেশের নাটোর জেলার সৈকত সরকার
|