পূর্ব চীনের নানচিং শহরে সদ্য সমাপ্ত গাড়ি শিল্পেরউন্নয়ন সংক্রান্ত পঞ্চম শীর্ষসম্মেলনে বিশেষজ্ঞরা অনুমান করেছেন , ২০০৭ সালে চীনের সার্বিক অর্থনীতিতে বৃদ্ধি বজায় থাকবে । গাড়ি বাজারের পরিবেশ ভাল । গাড়ি বাজারে বৃদ্ধিহার ১৩ শতাংশ হবে ।
বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন , ২০০৬ সালে চীনের গাড়ি শিল্পের দ্রুত উন্নয়নের ফলে গাড়ি উত্পাদনের পরিমাণ ৭০ লাখ হবে বলে অনুমাণ করা হচ্ছে । ২০০৭ সালে চীনের গাড়ি বাজারে টেকসই উন্নয়নের প্রবণতা বজায় থাকবে । অভ্যন্তরীন বাজারের গাড়ির পরিমাণ ৭৮ লাখে দাঁড়াবে বলে বিশেষজ্ঞরা মনে করেন ।
গত কয়েক বছরে চীনের গাড়ি শিল্প ইতোমধ্যে জাতীয় অর্থনীতির স্তম্ভে পরিণত হয়েছে । সংশ্লিষ্ট বিভাগের অনুমাণ অনুযায়ী ২০১০ সালে চীনের গাড়ি উত্পাদনেরপরিমাণ এক কোটি হবে যা বিশ্বে তৃতীয় স্থান অধিকার করবে ।
|