২০০৬ সালের আবহাওয়া পরিবর্তনসম্পর্কিত জাতিসংঘ সম্মেলন৬ নভেম্বর কেনিয়ার রাজধানী নাইরোবিতে শুরু হয়েছে । এবারের সম্মেলনের প্রধান আলোচ্যবিষয় হল, ২০১২ সালের পর কিভাবে গ্রীণ হাউসের গ্যাস নিঃসরণের পরিমাণ কমিয়ে দেয়া যায় ।
সম্মেলন চলাকালে " আবহাওয়া পরিবর্তন সম্পর্কিত জাতিসংঘচুক্তি" ভূক্তসদস্যদেশেরদ্বাদশ সম্মেলন ও " কিয়োটো প্রোটোকলের" সদস্যদেশের দ্বিতীয় সম্মেলন সহ বিশ্ব আবহাওয়া সম্পর্কিত ধারাবাহিকভাবে আন্তর্জাতিক সভা অনুষ্ঠিত হবে । বিশ্বের বিভিন্ন অঞ্চলের কয়েক হাজার প্রতিনিধি আবহাওয়া পরিবর্তন মোকাবেলার নীতি নিয়ে আলোচনা করবেন ।
সম্মেলনের চেয়ারম্যান, কেনিয়ার পরিবেশমন্ত্রী কিউতা কিবওয়ানা উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন । তিনি বলেছেন , আফ্রিকার সবচেয়ে গরিব লোকজনের সামাজিক উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নেআবহাওয়ার পরিবর্তন প্রভাব ফেলবে । সম্মেলনে অংশগ্রহণকারী চুক্তি-দুটো সদস্য দেশগুলোরবাস্তব কার্যক্রমের মাধ্যমে আবহাওয়ার পরিবর্তনের মোকাবেলা করবে বলে তিনি আশা প্রকাশকরেন ।
|