চীনের প্রেসিডেন্ট হু চিনথাও ৭ নভেম্বর পেইচিংয়ে পৃথকপৃথকভাবে সফররত বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরি কুরুন্জিজা, সোমালির অন্তবর্তিকালীন ফেডারেল সরকারের প্রেসিডেন্ট ইউসুফ কাল্লা ও জাম্বিয়ার প্রেসিডেন্ট লেভি পাট্রিক মওয়ানাওয়াসার সঙ্গে সাক্ষাত করেছেন ।
আফ্রিকারএই তিনটি দেশের নেতারা ৫ নভেম্বর পেইচিংয়ে সদ্য সমাপ্ত চীন আফ্রিকা সহযোগিতা ফোরামের পেইচিং শীর্ষসম্মেলনে অংশ গ্রহণ করেছেন । সাক্ষাত্কালে হু চিনথাও বলেছেন , শীর্ষ সম্মেলনটি চীন-আফ্রিকার সম্পর্কের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক । চীন-আফ্রিকা সহযোগিতা সম্পর্কেচীনের উত্থাপিত ধারাবাহিক নতুন ব্যবস্থা আফ্রিকার দেশগুলোর নিজের শক্তির উপর নির্ভরশীল ও উন্নয়ন ক্ষমতা জোরদারের উপর গুরুত্ব দেয় । এথেকে চীন চিরকালই আফ্রিকার ভাল বন্ধু , ভাল অংশীদার ও ভাল ভাই হওয়ার আন্তরিকতাই প্রমাণিত হয়েছে ।
তিন দেশের নেতারা বলেছেন , শীর্ষ সম্মেলনটির সাফল্য হচ্ছে চীন-আফ্রিকা জনগণের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্কের সাফল্য । আফ্রিকার বিভিন্ন দেশ চীনের সঙ্গে মিলে সক্রিয়ভাবে চীন ও আফ্রিকার নতুন কৌশলগত অংশীদারীত্বের সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যাবে । তিনটি দেশের নেতারা বলেছেন , তারা দৃঢ়তার সঙ্গে এক চীন নীতি পালন করবে ।
|