চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মাদাম চিয়াং ইয়ু ৭ নভেম্বর এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন , তৃতীয় চীন-মার্কিন কৌশলগত সংলাপ ৮ নভেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত হবে ।
তিনি বলেছেন , দুপক্ষ আলাপ আলোচনার মাধ্যমে ঠিক করেছে যে , চীনের উপপররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়েছি এবং যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী নিকোলাস বার্নস যার যার সরকারের পক্ষ থেকে মিলিতভাবে তৃতীয় চীন-মার্কিন কৌশলগত সংলাপ পরিচালনা করবেন । দুপক্ষ বর্তমান চীন-মার্কিন সম্পর্ক এবং অভিন্ন স্বার্থজড়িত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে গভীরভাবে মত বিনিময় করবে । মুখপাত্র মাদাম চিয়াং ইয়ু বলেছেন , চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাওসিং , উপপররাষ্ট্রমন্ত্রী তাই পিংকো পৃথকপৃথকভাবে বার্নস ও তার সফরসঙ্গীদের সঙ্গেসাক্ষাত করবেন ।
|