চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মাদাম চিয়াং ইয়ু ৭ নভেম্বর পেইচিংয়ে বলেছেন, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট হু চিনথাও চার'টি এশীয় দেশ সফর করবেন এবং এপেকে অংশ নেবেন।
চিয়াং ইয়ু বলেছেন, ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নোং দুক মান, ভিয়েতনামের সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের চেয়ারম্যান নুয়েন মিন ট্রিয়েট, লাওসের গণ বিপ্লব পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, লাওসের গণতান্ত্রিক প্রজাতন্ত্রের চেয়ারম্যান ছুমালি সায়াসনের আমন্ত্রণে, প্রেসিডেন্ট হু চিন থাও ১৯ ও ২০ নভেম্বর পর পর ভিয়েতনাম ও লাওসে রাষ্ট্রীয় সফর করবেন।
ভারতের প্রেসিডেন্ট এ.পি.জে. আব্দুল কালাম, পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের আমন্ত্রণে, হু চিন থাও ২০ থেকে ২৩ নভেম্বর ভারত ও ২৩ থেকে ২৬ নভেম্বর পাকিস্তানে রাষ্ট্রীয় সফর করবেন।
এর পাশা পাশি চিয়াং ইয়ু বলেছেন, প্রেসিডেন্ট হু চিনথাও ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ভিয়েতনামের হ্যানয়ে অনুষ্ঠিত এপেকের ১৪তম অনানুষ্ঠানিক সম্মেলনে অংশ নেবেন।
|