v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-11-07 16:47:30    
এশিয়া প্যাসিফিক ব্রডকাষ্টিং ইউনিয়নের বার্ষিক সম্মেলন পেইচিংয়ে শুরু

cri
    ৭ নভেম্বর এশিয়া ফ্যাসিফিক ব্রডকাষ্টিং ইউনিয়নের বার্ষিক সম্মেলন চীনের পেইচিংয়ে উদ্বোধন হয়েছে । চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার মাদাম ছেন চি লি সম্মেলনে ভাষণ দেয়ার সময় চীন সরকারের পক্ষ থেকে এই প্রতিশ্রুতি দিয়েছেন যে , চীন আগের মতো ভবিষ্যতেও এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের কাজকর্ম ও সদস্য দেশগুলোর বিনিময় ও সহযোগিতাকে সমর্থন দেবে এবং ২০০৮ সালে পেইচিং ওলিম্পিক গেমস চলাকালে পৃথিবীর বিভিন্ন দেশের জন্য উচ্চমানের সম্প্রচারের ব্যবস্থা করবে ।

    ১৯৬৪ সালে এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। এই সংস্থা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেতার ও টেলিভিশন ক্ষেত্রের একটি অমুনাফামূলক আন্তর্জাতিক সংস্থা । এ ইউনিয়নের উদ্দেশ্য হলো এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেতার ও টেলিভিশনের উন্নয়ন তরান্বিত করা এবং সদস্য দেশগুলোর মধ্যেকার সহযোগিতা বাড়ানো । বর্তমানে এ অঞ্চলের ৫৬টি দেশ ও অঞ্চলের ১৬০টি বেতার ও টেলিভিশন সংস্থা এই ইউনিয়নের সদস্য। মোট ৪০টি দেশ ও অঞ্চলের ১৩০টি বেতার ও টেলিভিশন কেন্দ্রের প্রতিনিধিরা তিন দিনব্যাপী বর্তমান বার্ষিক সম্মেলনে অংশ নিচ্ছেন ।

    এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের চেয়ারম্যান গেনিছি হাশিমোটো বলেছেন , এশিয়া ও প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের বেশির ভাগ দেশ এই ইউনিয়নের সদস্য । এই অঞ্চলের চার বিলিয়ন লোক পৃথিবীর মোট লোকসংখ্যার তিন ভাগের দুই ভাগ । এই অঞ্চল পৃথিবীর বিভিন্ন কর্মকান্ডে ক্রমেই আরো গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।

    চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ছেন চি লি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন , বর্তমানে চীনের ৯৪ শতাংশ মানুষ বেতার অনুষ্ঠান ও ৯৫ শতাংশ মানুষ টি ভি অনুষ্ঠান উপভোগ করার সুযোগ পেয়েছে । চীনে মোট দশ কোটি পরিবারের জন্য ক্যাবল টেলিভিশন অনুষ্ঠানের ব্যবস্থা আছে । বিদেশের উন্নত অভিজ্ঞতা শেখার জন্য চীন ইউনিয়নের সদস্যদেশগুলো ও অন্যান্য দেশের সঙ্গে বিনিময় ও সহযোগিতা জোরদার করছে ।

    দু বছর পর ওলিম্পিক গেমস পেইচিংয়ে অনুষ্ঠিত হবে বলে বর্তমান সম্মেলনের একটি প্রধান আলোচ্য বিষয় হলো ২০০৮ সালের পেইচিং ওলিম্পিক গেমসের সম্প্রচার । এ সম্পর্কে ছেন চি লি বলেছেন চীন ওলিম্পিক গেমসের সম্প্রচারের কাজ ভালোভাবে সম্পন্ন করার চেষ্টা চালাবে । তিনি বলেছেন , চীন সরকার পেইচিং ওলিম্পিক গেমসের সম্প্রচারের ওপর বেশি গুরুত্ব দেয় । প্রস্তুতির সময় ও ওলিম্পিক গেমস চলাকালে আমরা আন্তর্জাতিক নিয়ম ও নিজের প্রতিশ্রুতি অনুসারে বিভিন্ন দেশের সম্প্রচার সংস্থা ও গণ মাধ্যমগুলোর জন্য যথাযথ সময়ে উচ্চমানের অনুষ্ঠান সম্প্রচার করবো ।

    ছেন চি লি আরো বলেছেন , ২০০৮ সালের পেইচিং ওলিম্পিক গেম্সের সম্প্রচারের প্রস্তুতির কাজ পুরোদমে চলছে । পেইচিং ওলিম্পিক গেম্সের আন্তর্জাতিক বেতার কেন্দ্র , সাংবাদিক কেন্দ্র ও গণ মাধ্যম গ্রাম নির্মাণের কাজ সুষ্ঠুভাবে চলছে ।

    জানা গেছে , বর্তমান এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের বার্ষিক সম্মেলনে পেইচিং ওলিম্পিক গেমস সংক্রান্ত বিশেষ অধিবেশন ও ইউনিয়ন পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হবে । এ দুটি অধিবেশনে ২০০৮ সালের পেইচিং ওলিম্পিক গেমস চলাকালে বেতার ও টেলিভিশন সম্প্রচার ও গণ মাধ্যমের সংখ্যা বাড়ানো সম্পর্কিত বিষয় আলোচনা করা হবে ।