v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-11-07 16:21:48    
লং মার্চের বিজয়ের ৭০তম বার্ষিকী উপলক্ষে পেইচিংয়ে সংগীতানুষ্ঠান আয়োজিত

cri
    **লং মার্চের বিজয়ের ৭০তম বার্ষিকী উপলক্ষে পেইচিংয়ে সংগীতানুষ্ঠান আয়োজিত

    চীনের লাল ফৌজের লং মার্চের বিজয়ের ৭০তম বার্ষিকী উপলক্ষে ২০ অক্টোবররাজধানী পেইচিংয়ে একটি বড় ধরনের সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয় । হু চিন থাও , উ পান কুও , ওয়েন চিয়া পাও ও চিয়া ছিং লিন প্রমুখ নেতৃবৃন্দ লাল ফৌজের প্রবীন যোদ্ধাদের সঙ্গে সংগীতানুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

    ৭০ বছর আগে কমিউনিষ্ট পার্টির নেতৃত্বে চীনের লাল ফৌজ জাতীয় স্বাধীনতার জন্য সাড়ে বার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে লং মার্চে বিজয় অর্জন করে ।

    **চীনে মহাপ্রাচীর সংরক্ষণ সংক্রান্ত আইনবিধি শীঘ্রই বলবত্ হবে

    চীনের মহাপ্রাচীর সংরক্ষণ সংক্রান্ত প্রথম আইনবিধি পয়লা ডিসেম্বর বলবত্ হবে । জানা গেছে , ৬ হাজার ৩ শ' কিলোমিটার দীর্ঘ মহাপ্রাচীরের প্রায় অর্ধেক অংশ ভালোভাবে সংরক্ষিত রয়েছে , তবে কিছু অংশ নষ্ট হয়েছে । এ আইনবিধিতে মহাপ্রাচীর থেকে ইট ও মাটি নেয়া , গাছ লাগানো , মহাপ্রাচীরে নিজের নাম খোদাই ও গাড়ী চালিয়ে মহাপ্রাচীর পার ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে । এতে আরো বলা হয়েছে , এ আইনবিধি লংঘনকারীদের জরিমানা পাঁচ লাখ ইউয়ান পর্যন্ত হতে পারে ।

    **চীনের প্রথম কৃষক সম্পর্কিত চিত্র প্রদর্শনী পেইচিংয়ে উদ্বোধন

    কৃষক সম্পর্কিত একটি চিত্রপ্রদর্শনী ১ নভেম্বর চীনের জাতীয় চারুকলা গ্যালারীতে শুরু হয়েছে । চীনে এই প্রথমবার কৃষক সম্পর্কিত চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হল । এই প্রদর্শনীতে ঐতিহ্যিক চীনা শৈলীতে আকাঁ ছবি ও তৈলচিত্রসহ মোট ২৬০টি ছবি প্রদর্শিত হচ্ছে । এগুলোর মধ্যে অনেক বিখ্যাত চিত্রশিল্পীর আকাঁ ছবি রয়েছে । এই প্রদর্শনীতে চীনের বিভিন্ন সময় কৃষকের অবস্থা দেখানোর মাধ্যমে চীনের কৃষকের বাস্তব অবস্থা , তাদের উত্পাদন , জীবন ও মনোভাব প্রতিফলিত হয়েছে।

    **চীনের রাজপ্রাসাদ সম্পর্কিত একটি আলোকচিত্র প্রদর্শনী পেইচিংয়ে উদ্বোধন

    সম্প্রতি চীনের রাজপ্রাসাদ সম্পর্কিত একটি বড় ধরনের আলোকচিত্র প্রদর্শনী পেইচিংয়ের রাজপ্রাসাদ যাদুঘরে প্রদর্শীত হয়েছে । এই প্রদর্শনীতে দেখানো তিন শ'রও বেশি আলোকচিত্রে রাজপ্রাসাদের ইতিহাস , দৃশ্য ও স্থাপত্য চিত্রিত হয়েছে । এ প্রদর্শনীতে ১৯২৫ সালে রাজপ্রাসাদ প্রতিষ্ঠার সময় তোলা ছবিও দেখানো হয়েছে ।

    রাজপ্রাসাদের আরেক নাম হলো নিষিদ্ধ নগর । এ রাজপ্রাসাদ ছিল পঞ্চদশ শতাব্দী থেকে বিংশ শতাব্দীর প্রথম দিকে চীনের মিন ও ছিং রাজবংশের রাজপ্রাসাদ । এই প্রাসাদের মোট আয়তন ৭.২ লাখ বর্গমিটার । ১৯৮৭ সালে চীনের রাজপ্রাসাদকে ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক উত্তরাধিকারের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে ।