চীনের বাণিজ্য মন্ত্রী বো শি লাইন ৬ নভেম্বর পেইচিংয়ে বলেছেন, চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের পেইচিং শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট হু চিন থাওয়ের উত্থাপিত চীন ও আফ্রিকার সহযোগিতা জোরদার করা সংক্রান্ত আটটি ব্যবস্থা চীন ও আফ্রিকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরো দ্রুত এবং ভালোভাবে উন্নয়নের জন্য সহায়ক হবে।
বো শি লাইন বলেছেন, প্রেসিডেন্ট হু'র উত্থাপিত আটটি ব্যবস্থা অত্যন্ত সুনির্দিষ্ট এবং বাস্তব। এমন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক ব্যবস্থা বলিষ্ঠভাবে চীন ও আফ্রিকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাকে ত্বরান্বিত করবে। সাম্প্রতিক বছরগুলোতে চীন ও আফ্রিকার বাণিজ্যিক মূল্য দ্রুত বেড়েছে। এখন চীন ও আফ্রিকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার প্লাটফর্ম আরো উচু ও ব্যাপকতর হয়েছে। দু'পক্ষ এখন নতুন ভিত্তিতে নতুন সহযোগিতা ও উন্নয়নের বাস্তবায়ন করবে।
তিনি জোর দিয়ে বলেছেন, চীন ভালোভাবে আফ্রিকার দেশগুলোর সহযোগিতা জোরদার সংক্রান্ত ব্যবস্থাগুলো কার্যকর করবে, আফ্রিকার দেশগুলোকে স্বয়ংসম্পুর্ণভাবে উন্নয়নের সামর্থ্য বাড়ানোর ক্ষেত্রে সাহায্য করবে, আফ্রিকার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ করবে, যাতে পারস্পরিক সুফল ও সকলের লাভবানের লক্ষ্য সহজেই বাস্তবায়িত করা যায়।
|