v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-11-06 19:17:29    
কনফুসিয়াস ইনস্টিটিউট

cri
    কনফুসিয়াস , ২ হাজার ৬ শো বছর আগে এই চীনের প্রবীনের নাম সাম্প্রতিক বছরগুলোতে কনফুসিয়াস ইনস্টিটিউটের প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের লোকের কাছে পরিচয় হয়েছে । ক্রমেই অনেক বিদেশি তাঁর চিন্তাধারণাও গ্রহণ করেছে ।

    চীন ও ফ্রান্স পরস্পর দেশে সংস্কৃতি বর্ষ উদযাপন করেছে বলে চীনা সংস্কৃতি সম্বন্ধে ফরাসীদের আগ্রহীও বেড়েছে । চীন ও ফ্রান্সের ঘন ঘন আর্থিক-বাণিজ্যিক যোগাযোগের কারণে আরো বেশি ফরাসী চীনা ভাষা শিখতে শুরু করেছেন । ফ্রান্সের কিছু বিশ্ববিদ্যালয় এই সুযোগ আকড়ে ধরে চীনা ভাষার কোর্স শুরু করেছে । পুয়াএদি বিশ্ববিদ্যালয় এসব বিশ্ববিদ্যালয়ের একতম । তার উপ প্রধান আলন মিসন বলেছেন , বিশ্ববিদ্যালয় চীনের সঙ্গে ১০ বছর ধরে যোগাযোগ বজায় রেখেছে ।

    এদিকে চীন হল অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহত্তম বাণিজ্য অংশিদার । অশিদারকে জানা এবং চীনকে জানা হল অস্ট্রেলিয়ার কিছু শিল্পপ্রতিষ্ঠান ও জনগণের ইচ্ছা । পশ্চিম অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয় এর জন্য নিররস প্রয়াস চালিয়েছে । এই বিশ্ববিদ্যালয়ের কনফু সিয়াস ইনস্টিটিউটের প্রধান বলেছেন , এই বিশ্ববিদ্যালয়ের ৯টি ইনস্টিটিউট চীনের সঙ্গে সহযোগিতা করছে । বিশ্ববিদ্যালয়টি অনেক চীনা ছাত্রছাত্রীকে ভর্তি করিয়েছে ছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য চীনা ভাষা , চীনের বাণিজ্য সংস্কৃতিও শেখায় । বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে চীনা সংস্কৃতি ও সমাজ গবেষণা করার বিভাগও আছে ।

    অনেক দেশ চীনের সংস্কৃতি পছন্দ করে এবং চীনের অর্থনীতিকে প্রশংসা করে । এশিয়া থেকে ইউরোপ , ল্যাটিন আমেরিকান অঞ্চল , আফ্রিকা ও প্যাসিফিক অঞ্চলে অনেক দেশের জনগণ চীনের সঙ্গে উপলব্ধি করতে খুব আগ্রহী ।

    চীনের রাষ্ট্রিয় চীনা ভাষা কার্যালয়ের পরিচালক সুই লিন বলেছেন , চীনা ভাষা কার্যালয় যদিও ১৯ বছর আগে গঠিত হয়েছে । এই ১৯ বছরে রাষ্ট্রিয় চীনা ভাষা কার্যালয় বিদেশে চীনা ভাষা প্রসারণ করার জন্য অনেক প্রয়াস চালিয়েছে ।

    কনফু সিয়াস ইনস্টিটিউটের পাঁচটি দায়িত্ব আছে : প্রথম , বিভিন্ন দেশের চীনা ভাষা শেখাপ্রেমীকে চীনা ভাষা শেখায় । দ্বিতীয় , চীনা সংস্কৃতি জানানোর এক মঞ্চ হবে । তৃতীয় , দ্বিপাক্ষিয় অর্থ-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নের জন্য কনফু সিয়াস ইনস্টিটিউট তথ্য পরিসেবা করে । চতুর্থ , বিদেশি ছাত্রছাত্রীরা কনফু সিয়াস ইনস্টিটিউটের মাধ্যমে চীনে লেখাপড়া করতে পারে । পঞ্চম , কনফু সিয়াস ইনস্টিটিউট বিভিন্ন দেশের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে আছে । এসব বিশ্ববিদ্যালয়চীনা সংস্কৃতি সম্বন্ধে ভালোভাবে গবেষণা করতে পারে । চীনা ভাষা কার্যালয় আশা করে এসব বিশেষজ্ঞ নিজের দেশের লোকজণকে চীন সম্পর্কে সঠিক তথ্য জানাবেন ।

    শুধু দু'বছরের মধ্যে ৩৮টি দেশ ও অঞ্চলে ৮০টি কনফু সিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে । অন্য ৩৮টি দেশের ৯৯টি সংস্থা কনফু সিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার আবেদনও জানিয়েছে ।

    সম্প্রতি বিশ্বের কনফু সিয়াস ইনস্টিটিউটের প্রতিনিধিরা এক আলোচনা সম্মেলন আয়োজন করেছেন । সম্মেলনে বিশ্বের ৮০টি কনফু সিয়াস ইনস্টিটিউটের ১৮০জনেও বেশি প্রতিনিধি এই ইনস্টিটিউটকে বিভিন্ন দেশের জনগণের সুভেচ্ছা এনে দিয়েছেন । কারণ কনফু সিয়াস ইনস্টিটিউটের মাধ্যমে বিভিন্ন দেশের লোকজণ চীন সম্পর্কে আরো বেশি জানতে পারেন । সুভেচ্ছা জানানোর সঙ্গে সঙ্গে এসব প্রতিনিধিদের আশাও আছে । তাঁরা কনফু সিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠার সময় যে সমস্যার সম্মুখীন হয় , তাঁরা আশা করেন চীনের রাষ্ট্রিয় চীনা ভাষা কার্যালয় তাড়াতাড়ি তা সমাধান করার সাহায্য দেবে ।

    বিভিন্ন দেশের চাহিদা সম্বন্ধে চীনের রাষ্ট্রিয় চীনা ভাষা কার্যালয়ের পরিচালক সুই লিন বলেছেন , পরবর্তীতে চীনা ভাষা কার্যালয়ের ছ'টি কর্তব্য আছে , আরো দ্রুতভাবে কনফু সিয়াস ইনস্টিটিউটের নির্মাণ করা , চলতি বছরে বিদেশে কনফু সিয়াস ইনস্টিটিউটের সংখ্যা ১০০ হবে । সঙ্গে সঙ্গে চীনা ভাষা শিক্ষকে প্রশিক্ষসণ দেয়া । বিভিন্ন দেশ ও অঞ্চলের পরিস্থিতি অনুযায়ী বৈশিষ্টময় চীনা ভাষা বই প্রকাশ করা । যাতে বিভিন্ন দেশের জনগণ সহজেই চীনা ভাষা শিখতে পারে । চীনা ভাষার পরীক্ষাও সংস্কার হবে । তা আগের চেয়ে সহজ হবে এবং আরো উন্নত হবে । চীনা ভাষা কার্যালয় চীনা ভাষা শেখার ওয়েইবসাইটের নির্মাণও জোরদার করবে । যাতে আরো বেশি ছাত্রছাত্রী ইন্টারনেটের মাধ্যমে আরো সুবিধাভাবে চীনা ভাষা শিখতে পারে । গুরুত্বপূর্ণ অঞ্চলে বেশি গুরত্ব দেয়া । যেমন যুক্তরাষ্ট্রে এখন ২ হাজার ৫ শো বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা শেখার কোর্স আছে । তবে শিক্ষকের অভাব ও চীনা ভাষা শেখার বইয়ের অভাবে হল এক বড় সমস্যা । তাই এমন পরিস্থিতিতে এসব বিশ্ববিদ্যালয়কে সাহায্য দিতে হবে ।

    ২৬০০ বছরের আগে কনফু সিয়াসের এক স্বপ্ন আছে , তা হল বিদেশে যাওয়া । তখন তার এ স্বপ্ন বাস্তবায়িত হয় নি । ২৬০০ বছরের পর আধুনিক পদ্ধিতে কনফু সিয়াসের চিন্তাধারা বিশ্বের বিভিন্ন দেশের ছড়িয়ে হয়েছে ।