বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন মহাপরিচালক নির্বাচনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যনির্বাহী কমিটি ৬ নভেম্বর জেনিভায় তিনদিব্যাপী এক সম্মেলন আয়োজন করেছে ।
বর্তমানে এশিয়ার চীন , জাপান , তুরস্ক , মায়ানমার ও কুয়েত , ইউরোপের ফ্রান্স , স্পেন , ফিনল্যান্ড ও আইসল্যান্ড , লাটিন আমেরিকার মেক্সিকো এবং আফ্রিকার মোজাম্বিকের মোট ১১ জন প্রার্থী রয়েছেন ।
২৫ জুলাই চীন হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরি চালকের সহকারী মার্গারেট চানকে নির্বাচনে অংশ নেয়ার জন্য মনোনয়ন দিয়েছে ।
উল্লেখ্য , বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যনির্বাহী কমিটি ৩৪টি সদস্য দেশের প্রতিনিধি নিয়ে গঠিত । এই কমিটি নতুন মহাপরিচালকের প্রার্থী নির্বাচন করে ৯ নভেম্বর অনুষ্ঠিতব্য বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের বিশেষ অধিবেশনে দাখিল করবে ।
|