দক্ষিণ কোরিয়ার দক্ষিণ কোরিয়া-চীন যুবকযুবতীদের ভবিষ্যত বন নামক সংস্থার আমন্ত্রণেপেইচিংয়ের বিভিন্ন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের চীন ও দক্ষিণ কোরিয়ার স্বেচ্ছাসেবক বিনিময় শিবিরের সদস্যরা ৬ নভেম্বরসিউলের উদ্দেশ্যে পেইচিং ত্যাগ করেছেন ।
দক্ষিণ কোরিয়া-চীন যুবকযুবতীদের ভবিষ্যত বন দক্ষিণ কোরিয়ার সাবেক রাষ্ট্রদূতের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় । এর প্রধানউদ্দেশ্য, মরুভূমিকরণ প্রতিরোধ ও উত্তরপূর্ব এশিয়ার সবুজায়ন পরিবেশ রক্ষা ত্বরান্বিত করা এবং দুদেশের যুবকযুবতীদের আদানপ্রদান জোরদার করা ।
২০০২ সাল থেকে এ পর্যন্ত দুদেশের যুবকযুবতীদের ভবিষ্যত বন নামক সংস্থাইদুদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আদানপ্রদান শিবিরের মাধ্যমে তত্পরতা চালিয়েছে । এ পর্যন্ত মোট১০০০ ছাত্রছাত্রী তত্পরতায় অংশ নিয়েছেন । সফরকালে দুদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গাছ লাগাবেন , স্বেচ্ছাসবকরা অভিজ্ঞতা বিনিময় করবেন এবং মুরুকরণ প্রতিরোধ সম্পর্কিত সেমিনারে অংশ নেবেন ।
|