চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে 'আফ্রিকার পণ্যদ্রব্যের এক প্রদর্শনী ৬ ও ৭ নভেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত হচ্ছে। আফ্রিকার ২৩টি দেশের ১৭০টি শিল্পপ্রতিষ্ঠান এ প্রদর্শনীতে অংশ নিয়েছে।
প্রদর্শনীতে আফ্রিকার দেশগুলোর অংলকার, বস্ত্রপণ্য, খনিজ দ্রব্য, চামড়া, নির্মাণ সামগ্রী এবং হস্তশিল্পজাত পণ্যদ্রব্যসহ বিভিন্ন পণ্যদ্রব্য স্থান পেয়েছে। এপ্রদর্শনী চলাকালীন সময় তিউনিসিয়া, নাইজেরিয়া ও উগান্ডাসহ বিভিন্ন দেশ বিশেষ পরিচিতিমূলক সেমিনারের আয়োজন করবে। এতে আফ্রিকার সংশ্লিষ্ট দেশের পুঁজি বিনিয়োগ, বাণিজ্য ও বাজারের পরিবেশ এবং আফ্রিকার খনিজ সম্পদ ও কফিসহ বিভিন্ন পণ্যদ্রব্য বিশেষভাবে পরিচয় করিয়ে দেয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে চীনের বাণিজ্য উপ-মন্ত্রী চিয়াং জেং ওয়েই আশা করেন, আফ্রিকার পণ্যদ্রব্যের প্রদর্শনীর মাধ্যমে চীন অধিকতরভাবে আফ্রিকার দেশ থেকে পণ্যদ্রব্যের আমদানি বাড়াবে। যাতে চীন-আফ্রিকার বাণিজ্যিক সম্পর্কের স্বার্থক ও স্থিতিশীল উন্নয়নকে ত্বরান্বিত করা যায়।
|