সম্প্রতি চীনস্থ এশিয় উন্নয়ন ব্যাঙ্কের প্রথম প্রতিনিধি তোরু শিবুছি সি আর আই-এর সংবাদদাতাকে সাক্ষাত্কার দেয়ার সময় বলেছেন, ভবিষ্যতে এশিয় উন্নয়ন ব্যাঙ্ক চীনের সঙ্গে সহযোগিতাকে আরো জোরদার করা সহ চীনের দরিদ্র অঞ্চলে বুনিয়াদী ব্যবস্থা নির্মাণ, জ্বালানি সম্পদের সাশ্রয় এবং পরিবেশ সুরক্ষাসহ নানা কাজে সহায়তা দেবে।
সম্প্রতি এশিয় উন্নয়ন ব্যাঙ্ক ঘোষণা করেছে, চীনের দারিদ্র্য বিমোচনে সাহায্য করার জন্য পরবর্তী দু'বছর তারা চীনকে ৩০০ কোটি মার্কিন ডলার ঋণ দেয়ার পরিকল্পনা করেছে।
তোরু শিবুছি বলেছেন, এখন চীনে প্রায় ১০ কোটি লোক আন্তর্জাতিক দরিদ্র লাইনের নিচে বাস করেন। তা থেকে প্রমাণিত হয়েছে যে, চীনের দারিদ্র্য বিমোচনের চ্যালেঞ্জ মোকাবেলা করা এখনো খুব কঠিন।
|