রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার জুকোভ ৬ নভেম্বর পেইচিংয়ে বলেছেন, ২০০৯ সালে রাশিয়া ও চীনের দ্বিপাক্ষিক বাণিজ্যিক ক্ষেত্রের মোট মূল্য ৬০ বিলিয়ন মার্কিন ডলার হওয়ার সম্ভাবনা আছে।
চীন-রাশিয়ার ১১তম শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক কাজ সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে জুকোভ এ কথা বলেছেন। তিনি বলেছেন, ২০০৫ সালে রাশিয়া ও চীনের বাণিজ্যিক মূল্য ছিল প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার। চলতি ২০০৬ সালে দু'দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক মূল্যের বৃদ্ধির হার গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ২৫ শতাংশ বেশি। ফলে রাশিয়া ও চীনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের বিষয়টি এবার রুশ প্রধানমন্ত্রী মিখাইল ফ্রাদকোভের চীন সফরকালে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হবে।
জুকোভ আরো বলেছেন, এবার রাশিয়া ও চীনের প্রধানমন্ত্রীদের বৈঠককালে দু'দেশ ১৭টি বিশেষ চুক্তি স্বাক্ষর করবে, তা অর্থনীতি ও বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতি এবং জ্বালানি সম্পদসহ নানা ক্ষেত্রের সহযোগিতার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।
জানা গেছে, ৯ ও ১০ নভেম্বর ১১তম নিয়মিত চীন-রাশিয়ার শীর্ষ বৈঠক পেইচিংয়ে অনুষ্ঠিত হবে।
|